Advertisment

Bangladesh National Flag: তেরঙ্গার 'অপমানে'র শোধ নিতে বাংলাদেশের পতাকার অবমাননা, বারাসতে পুলিশের জালে ৩

Bangladesh National Flag insulted in West Bengal: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে, রাস্তা-ঘাটে ভারতের জাতীয় পতাকা অবমাননা করার ছবি-ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে ধৈর্যের বাঁধ ভেঙেছে ভারতীয়দের।

author-image
Mobarak Koraisi
New Update
Bangladesh Unrest

Bangladesh National Flag: পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননা করায় দ্রুত গ্রেফতার করা হল কয়েকজনকে।

Bangladesh National Flag insulted in West Bengal: যা বাংলাদেশ করতে পারল না, তা করে দেখাল বাংলার পুলিশ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে, রাস্তা-ঘাটে ভারতের জাতীয় পতাকা অবমাননা করার ছবি-ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে ধৈর্যের বাঁধ ভেঙেছে ভারতীয়দের। কিন্তু তেরঙ্গা অবমাননার জন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি মুহাম্মদ ইউনুসের সরকার। কিন্তু পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননা করায় দ্রুত গ্রেফতার করা হল কয়েকজনকে।

Advertisment

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে উত্তর ২৪ পরগনার বারাসত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেফতার করল বারাসত থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জনবহুল বারাসত রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে অবমাননা করার অভিযোগ ওঠে হিন্দু সনাতনী সংগঠন বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। 

সেই সময় খবর পেয়ে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং  আন্দোলনরত যুবকদের মধ্যে থেকে প্রথমে দুজনকে গ্রেফতার করে। পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। বজরং দল এর ওই তিন সদস্যের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায়। 

আরও পড়ুন 'মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা', তালিবানি শাসন শুরু বাংলাদেশেও?, অগ্নিমিত্রার পোস্টে প্রশ্ন

বজরং দলের তরফ থেকে সংগঠন প্রধান বাপন বিশ্বাস জানান, বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার প্রতিশোধ নিতেই তারা এই ধরনের কর্মসূচি নিয়েছেন। তবে গ্রেফতার হওয়া তিন সদস্যকে যদি পুলিশ না ছাড়ে তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।

Bangladesh Unrest Bangladesh Crisis Bangladesh Bangladesh Violence Muhammad Yunus
Advertisment