Bangladesh Unrest: বাংলাদেশে (Bangladesh) চূড়ান্ত নৈরাজ্য চলছে। সে দেশের দিকে দিকে হিন্দু মহল্লায় ঢুকে আক্রমণ চালাচ্ছে কট্টরবাদীরা। ভেঙে তছনছ করা হচ্ছে একের পর এক মন্দির। জেলায়-জেলায় হিন্দুদের বাড়িঘর-দোকানে অবাধে চলছে ভাঙচুর-লুঠপাট। এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন BJP নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেই ভিডিও পোস্ট করে অগ্নিমিত্রা পালের দাবি, "বাংলাদেশের গোপালগঞ্জের গোহরডাঙায় কট্টরপন্থী ইসলামী বাহিনী নারীদের বাজারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।" যদিও ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর বাংলাদেশের দায়িত্ব নেয় মহম্মদ ইউনুস (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ইউনুস সরকারের আমলে বাংলাদেশে চূড়ান্ত নিপীড়নের শিকার সে দেশের সংখ্যালঘু সমাজ। হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর ফি দিন নেমে আসছে চরম আক্রমণ। দিকে দিকে মন্দিরে চলছে হামলা, ভাঙচুর। ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশের আমলে কার্যত প্রাণভয়ে সিঁটিয়ে রয়েছে হিন্দুরা।
এবার বাংলাদেশে আফগানিস্তানের তালিবানি কায়দায় শাসন চলার ইঙ্গিত মিলেছে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল একটি ভিডিও পোস্ট করেছেন এক্স হ্যান্ডলে। সেই ভিডিও-য় দেখা যাচ্ছে একদল মানুষ রীতিমতো মাইক নিয়ে একটি বাজারে কিছু ঘোষণা করছেন। ভিডিওটি বাংলাদেশের গোপালগঞ্জের গোহরডাঙার বলে দাবি অগ্নিমিত্রা পালের। সেখানে কট্টরপন্থী ইসলামী বাহিনী নারীদের বাজারে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করছে বলে দাবি করেছেন বিজেপিনেত্রী।
আরও পড়ুন- West Bengal News Live: 'পাকিস্তানে যা হয়েছে, বাংলাদেশেও তাই হবে', হিন্দুদের নিয়ে বিরাট শঙ্কায় রামমন্দিরের প্রধান পুরোহিত!
আরও পড়ুন- Kolkata Metro: কলকাতা মেট্রোরেলের ইতিহাসে এই প্রথমবার! ইউনিয়ন ভোটেও EVM
আরও পড়ুন- Bangladesh Unrest: বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডবে সন্ত্রস্ত হিন্দুরা! এপার বাংলায় আগুনে প্রতিবাদে শুভেন্দুরা
ওই ভিডিওটি পোস্ট করে অগ্নিমিত্রা পাল লিখেছেন, "আফগানিস্তানের অত্যাচারী শাসনের অনুকরণে বাংলাদেশেও নারীদের বিরুদ্ধে জঘন্য ফতোয়া ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বিস্ময়ের বিষয় হল যে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি, সেখানেই এটা ঘটেছে। গোপালগঞ্জের গোহরডাঙ্গায় কট্টরবাদী মুসলিমরা মহিলাদের বাজারে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে এই ফতোয়া। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক একটি জেলায় এই ধরনের পশ্চাদপসরণমূলক বিধিনিষেধ আরোপ করা লজ্জাজনক এবং উদ্বেগজনক।"