Bangladesh News: ভারতের চাপের মুখে মমলা প্রত্যাহার করল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ থেকে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ফেরত পাঠানো হচ্ছে। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী ওপার বাংলায় ঢুকে পড়েন বলে অভিযোগ। তাঁদের গ্রেফতার করে বাংলাদেশের নৌসেনা।
মৎস্যজীবী সংগঠনের তরফে জানানো হয়েছে, গত অক্টোবর মাসে গভীর সমুদ্রে মাছ ধরতে কাকদ্বীপ থেকে রওনা দেয় ৬টি ট্রলার। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশের অঞ্চলে মধ্যে ঢুকে পড়ার অভিযোগ ওঠে ৯৬ জন মৎস্যজীবীদের বিরুদ্ধে। ধরপাকড় চলাকালীন জলে ঝাঁপ দিলে একজনের মৃত্যু হয়। বাকি ৯৫ জনকে গ্রেফতার করে বাংলাদেশের নৌসেনা। তারপর থেকে বাংলাদেশের মংলা ও পটুয়াখালি জেলে বন্দি ছিলেন ভারতীয় মৎস্যজীবীরা।
দিন কয়েক আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, '৯৫ জন যে বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন সেটা আমরা জানি। কাল-পরশুর মধ্যে ফিরবেন তাঁরা।' এরই মধ্যে গত ৯ ডিসেম্বর ঢাকায় গিয়ে বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী। এরপরই সোমবার বাংলাদেশের জেলে আটক ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে ইউনূস প্রশাসন।
আরও পড়ুন বাংলাদেশের জেলে হঠাৎ গুরুতর অসুস্থ চিন্ময়কৃষ্ণ দাস, উদ্বেগ-উৎকণ্ঠায় শুরু প্রার্থনা
জেলমুক্তির জন্য আদালতে আবেদন জানায় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের জেলে আটক ভারতীয় মৎস্যজীবীদের বাড়ি ফেরার খবরে স্বস্তি বোধ করছেন তাঁদের আত্মীয়-পরিজনেরা। দিন কয়েকের মধ্যেই সুন্দরবনে ফিরবেন ওই মৎস্যজীবীরা।