Chinmoy krishna Das suddenly fell seriously ill in a jail in Bangladesh: এবার বাংলাদেশের জেলে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoykrishna Das)। এমনই খবর একাধিক সংবাদমাধ্যম সূত্রে। ইসকনের এই সন্ন্যাসীর অসুস্থতা ঘিরে ঘোর উদ্বেগে গোটা বাংলাদেশের সনাতনী সমাজ। উদ্বেগের ছায়া এপার বাংলাতেও। গত দেড় মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন চিন্ময়কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাঁকে গ্রেফতার করেছে মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) সরকার।
রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে গ্রেফতার করেছিল বাংলাদেশের পুলিশ। সেই থেকে একটানা দেড় মাসেরও বেশি সময় ধরে পদ্মা পাড়ের জেলে বন্দি রয়েছেন ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। আগামী ২ জানুয়ারি তাঁর জামিন আবেদনের মামলার শুনানি রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম আদালতে। সেই শুনানির ঠিক আগে আগে জেলেই অসুস্থ হয়ে পড়েছেন চিন্ময়কৃষ্ণ দাস, এমনই খবর সংবাদ সংস্থা জি ২৪ ঘন্টা সহ একাধিক সংবাদ মাধ্যম সূত্রে।
গত দেড় মাসেরও বেশি সময় ধরে চট্টগ্রামের জেলে বন্দি রয়েছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। জেলে তাঁকে ঠিকমতো খাবার-ওষুধ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছিল বাংলাদেশের একাধিক সনাতনী সংগঠন। স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। যদিও আরও একটি সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার জেলে গিয়ে চিন্ময়কৃষ্ণ দাসকে দেখে এসেছেন কয়েকজন চিকিৎসক। এমনকী তাঁর শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে কিছু ওষুধও তাঁকে দিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন- Singara: কাজু-কিশমিশে তৈরি এই সিঙাড়ার স্বাদ-গন্ধ তুলনারোহিত! বেচাকেনার বহর শুনলে মাথা ঘুরে যাবে!
আরও পড়ুন- Mahishadal Rajbari: বর্ষবরণে মহিষাদল রাজবাড়িতে রাজকীয় আয়োজন, অভূতপূর্ব মুহূর্তের স্বাক্ষী থাকতে চান?
তবে চিন্ময়কৃষ্ণ দাসের অসুস্থতার খবর নিয়ে বাংলাদেশ সরকারের তরফে এখনও বিশদে কিছু জানানো হয়নি। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জেল বন্দি চিন্ময়কৃষ্ণ দাসের অসুস্থতা নিয়ে খবর প্রকাশিত হয়েছে। আগামী ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি হবে।