Advertisment

Bangladesh Election: বাংলাদেশ নির্বাচনে লড়বেন হাসিনা? বিরাট ঘোষণা নির্বাচন কমিশনের

Bangladesh Election: বড় ঘোষণা বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের। দেশের আসন্ন নির্বাচনে লড়াইয়ের সুযোগ পাবে আওয়ামী লিগ? এই প্রশ্নের উত্তরে সিইসি কী বললেন?

author-image
IE Bangla Web Desk
New Update
cec says awami league may contest election unless banned

বাংলাদেশ নির্বাচনে লড়বেন হাসিনা? বিরাট ঘোষণা নির্বাচন কমিশনের Photograph: (ফাইল ছবি)

Bangladesh Election: বড় ঘোষণা বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের। দেশের আসন্ন নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে বলেই জানিয়েছেন সিইসি নাসির উদ্দিন। তবে তিনি এও বলেছেন যে সরকার বা বিচার বিভাগ যদি দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি না করে তবেই আওয়ামী লিগ নির্বাচনে লড়তে পারবে। ঢাকা ট্রিবিউন পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) এ কথা বলেন।

Advertisment

এই মন্তব্য সবাইকে অবাক করেছে, কারণ শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেকে দেশ ছেড়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের ছাত্র সংগঠনের অনেক নেতার বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে ।

নাসির উদ্দিন আরও প্রতিশ্রুতি দেন যে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে বদ্ধ পরিকর এবং কোনো ধরণের চাপের কাছে মাথানত করে না।  তিনি বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisment

সিইসি হাসিনা সরকারের আমলে ভুয়ো ভোটারের বিষয়টিও স্বীকার করেছেন ভোটার তালিকা সংশোধনের কাজ শীঘ্রই শুরু হবে জানিয়েছেন তিনি।  আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা সংশোধোন করা হবে বলেও জানান তিনি। আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত নির্দেশ দিয়েছেন সিইসি।

বাংলাদেশে গত কয়েকটি নির্বাচনে ভোটের হার উল্লেখযোগ্য ভাবে কমেছে। গত নির্বাচনে প্রধান বিরোধী দলগুলো কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কটের ডাক দেয়। 

Sheikh Hasina Bangladesh Election
Advertisment