Latest West Bengal News Highlights: ২০২৪ সালের শেষ! শুরু ২০২৫ এর নতুন ভোরের। বিশ্বজুড়ে আনন্দের পরিবেশ, উৎসবের মেজাজ। বছরের প্রথম দিনে ছুটির মেজাজ। আনন্দে মাতোয়ারা বাংলা। পাড়ায় পাড়ায় নাচ-গান-আতশবাজি পোড়ানো, পিকনিকের মুডে বর্ষবরণ সেলিব্রেশনে গোটা বাংলার মানুষ।
২৭ পেরিয়ে ২৮ শে পা। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আজকের এই বিশেষ দিন থেকে আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল দল।
As we step into the new year, I take a moment to reflect on the journey we have shared in 2024. This year has tested our endurance, pushing us to confront every challenge head-on and emerge stronger, unyielding in our commitment to stand against those who seek to divide and… pic.twitter.com/7OgbWsZfGE
— Abhishek Banerjee (@abhishekaitc) December 31, 2024
প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায় দলের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, "আসুন আমরা নতুন আশা এবং সংকল্পকে সামনে রেখে এগিয়ে চলি। এই বছর সকল চ্যালেঞ্জের ঊর্ধ্বে উঠে সম্প্রীতি বজায় রেখে সকলের উজ্জ্বল ভবিষ্যত গড়ার লক্ষ্যে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে"।
On the 28th Foundation Day of the All India Trinamool Congress, we express our deepest gratitude to Bengal’s soul - Ma, Mati, Manush.
— All India Trinamool Congress (@AITCofficial) January 1, 2025
Our commitment to progress is unshakable, and together, we will continue to script new chapters of development and pride.
Joy Bangla!… pic.twitter.com/Xq0q7Bv3m3
এক ধাক্কায় তিন ডিগ্রি পারদ পতন। বছরের প্রথম দিনেই কলকাতায় শীতের আমেজ। গতকাল যেখানে তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস সেখানে আজ তাপমাত্রা কমে হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কায় তিন ডিগ্রি পারদ পতনে স্বভাবিক ভাবেই খুশি উৎসবমুখর মানুষ। উল্লেখ্য গত কয়েকদিন ধরেই সর্বনিন্ম তাপমাত্রা অনেকটাই বেশি ছিল । সেই পরিস্থিতির বদল হয়েছে আজ সকালে। আগামী ২-১ দিনে আরও পারদ পতনের সম্ভাবনা। তবে জাঁকিয়ে শীত এখনই নয়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। তার কারণ অবশ্যই পশ্চিমী ঝঞ্ঝা।
সরকারবিরোধী আন্দোলনের মধ্যে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসেন, তখন মনে হয়েছিল হাসিনার রাজনৈতিক কেরিয়ার শেষের পথে। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একের পর এক শতাধিক মামলা হয় হাসিনার বিরুদ্ধে। বাংলাদেশের আদালতে একের পর এক পিটিশন দাখিল করা হয় যাতে আওয়ামী লীগকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। এবার শেখ হাসিনাকে বড় ধরনের স্বস্তি দিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলছে, আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোন কোনো আইনি বাধা নেই শেখ হাসিনার দলের।
অভিষেককে নিয়ে জোর চর্চা দলের অন্দরেই, তার মাঝে প্রতিষ্ঠা দিবসে বিরাট বার্তায় চমকে দিলেন
বছরের শুরুতেই অশান্ত ভাঙর। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আরাবুলের দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার। পুলিশের সামনেই চলে গুণ্ডাগিরি। পুলিশের সামনেই আরাবুলের গাড়িতে চলল দেদার লাথি। অভিযোগের তির শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে।আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ ওঠে দলের একাংশের বিরুদ্ধে। পাশাপাশি আরাবুল ঘনিষ্ঠের গাড়ি লক্ষ্য করেও চলে দেদার হামলা। এই মুহূর্তে গোটা পরিস্থিতি মোকাবিলায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা এখনও থমথমে।
আরজি কর কান্ডের পর ফের খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ। কলকাতার নামী ইঞ্জিনিয়ারিং কলেজের তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল তারই এক স্কুল সহপাঠীর বিরুদ্ধে। গতকাল রাতেই তরুণীর অভিযোগের ভিত্তিতে কলকাতার এক নামী কলেজ পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গড়ফা থানা এলাকায়। ২১ ডিসেম্বর রাতে এক বন্ধুর ফ্ল্যাটে মাদক খাইয়ে ধর্ষণের ঘটনা ঘটে বলে ওই তরুণী তার অভিযোগে জানিয়েছেন। ঘটনার পর তিনি মানসিক ভাবে এইটাই বিপর্যস্ত ছিলেন যে থানায় অভিযোগ দায়ের করতে পারেন নি। জানা গিয়েছে অভিযুক্ত ছাত্র বাগুইআটির বাসিন্দা।
ভবানীপুরে জাল ওষুধের বিরাট সাম্রাজ্য। অভিযোনে উদ্ধার কোটি কোটি টাকার জাল ওষুধ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে নামী ব্র্যান্ডের ৪০০ টি লেবেল। ক্যানসার ও ডায়বেটিসের ওষুধও জাল। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা ইতিমধ্যেই গোটা ঘটনায় তল্লাশি শুরু করেছে। কোথায় কোথায় এই জাল ওষুধ সরবরাহ করা হত? কারা কারা এই ব্যবসায়ে যুক্ত? ছিল সবটাই খতিয়ে দেখা হচ্ছে। গোডাউন থেকে উদ্ধার ৩০০টি নামী ব্র্যাণ্ডের ফাঁকা বাক্স। অনলাইনেও রমসমিয়ে সেই সব ওষুধ বিক্রি হত বলেও জানা গিয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৬কোটি ৬০ লক্ষ টাকার জাল ওষুধ।
বাংলাদেশিদের অবাধ আশ্রয় এরাজ্য, বছরের প্রথম দিনেই বিরাট পর্দা ফাঁস
আর জি কান্ডে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। শিয়ালদহ আদালতে পেশ করা চার্জশিটে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাতে উল্লেখ করা হয়েছে ৬৮ জনকে যাতায়াত করতে দেখা গেলেও গেলেও কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। সিবিআই জানিয়েছে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রাইকে চিহ্নিত করা সম্ভব হয়। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। তারা দাবি করেছেন যেভাবে তদন্তের নামে প্রহসন চলছে তাতে সঞ্জয় রাইয়ের অদূর ভবিষ্যতে জামিন পেয়ে যাওয়াটাও অস্বভাবিক কিছু নয়।
বছরের প্রথম দিন। আজ কল্পতরু উৎসব, ভক্তদের উপচে পড়া ভিড় দক্ষিণেশ্বরে, নয়া সাজে মা ভবতারিণী। ভোর সাড়ে ৫টা খোলা হয় দক্ষিণেশ্বের মন্দির। মাকে নতুন বেনারসী, গয়না পরানোর পাশাপাশি ভোগ নিবেদন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে অগণিত ভক্ত এসে ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। মূলত কাশীপুর উদ্যানবাটীতেই এই উৎসব মহাসমপরোহে পালিত হয়ে তাকে। কাশীপুর উদ্যানবাটীতেই শ্রীরামকৃষ্ণদেব জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন। সেখানেও ভক্তদের ঢল।
কলকাতা মেট্রোর ৪০ বছরের ইতিহাসে বেনজির পদক্ষেপ, ১ জানুয়ারি থেকেই নয়া নিয়ম
বর্ষবরণের রাতে দাপট দেখালো বাংলা। কেরলকে ১-০ গোলে হারিয়ে ভারতসেরা বাংলা। বাংলার হয়ে একমাত্র গোল করেছেন রবি হাঁসদা। এনিয়ে মোট ৩৩ বার সন্তোষ ট্রফি ঘরে তুলল বাংলা। শুচেচ্ছায় ভরালেন মুখ্যমন্ত্রী।
After an 8-year wait, Bengal football begins 2025 on a triumphant note by reclaiming the prestigious Santosh Trophy for a record-breaking 33rd time!
— Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2024
This incredible victory was sealed by the sensational strike from Robi Hansda, who also earned the Golden Boot with a stunning…
বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার নির্যাতন চলছেই। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে আটকে রাখতে মরিয়া ইউনূস সরকার। তার মাঝেই বাংলাদেশ সিলিভ সার্ভিস থেকে ১৬৮ জন হিন্দুর নাম বাদ দেওয়ার অভিযোগ উঠলো ইউনূস সরকারের বিরুদ্ধে।
স্ত্রীর ছবি, পাশে মেয়ে! মমতা-অভিষেকের মঙ্গলকামনায় পুজো দিয়েই বড় বার্তা অনুব্রতর
সিঙ্গুর থেকে হাওড়া পর্যন্ত দুটি লোকাল ট্রেনের রুট সম্প্রসারণ করা হয়েছে। রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয় ১ লা জানুয়ারি থেকে নয়া নিয়ম কার্যকর হবে। 'সিঙ্গুর আন্দোলন লোকাল' কোনভাবেই বাতিল করা যাবে না এই দাবি কে সামনে রেখে ট্রেনটিকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে বাধা দিলেন মন্ত্রী বেচারাম মান্না সহ তৃণমূল কর্মীরা।
-
Jan 01, 2025 14:40 ISTWest Bengal News Live: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক
পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক। ধৃতের নাম ধীরেন ঘোষ। নদীয়ার চাকদহের বাড়িতে গভীর রাতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা। উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথি। আজই তাকে আলিপুর আদালতে তোলা হবে।
-
Jan 01, 2025 13:01 ISTWest Bengal News Live: একধাক্কায় তিন ডিগ্রি পারদ পতন, বছরের প্রথম দিনেই রাজ্যে শীতের আমেজ
এক ধাক্কায় তিন ডিগ্রি পারদ পতন। বছরের প্রথম দিনেই কলকাতায় শীতের আমেজ। গতকাল যেখানে তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস সেখানে আজ তাপমাত্রা কমে হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কায় তিন ডিগ্রি পারদ পতনে স্বভাবিক ভাবেই খুশি উৎসবমুখর মানুষ। উল্লেখ্য গত কয়েকদিন ধরেই সর্বনিন্ম তাপমাত্রা অনেকটাই বেশি ছিল । সেই পরিস্থিতির বদল হয়েছে আজ সকালে। আগামী ২-১ দিনে আরও পারদ পতনের সম্ভাবনা। তবে জাঁকিয়ে শীত এখনই নয়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। তার কারণ অবশ্যই পশ্চিমী ঝঞ্ঝা।
-
Jan 01, 2025 12:27 ISTWest Bengal News Live: ইকো পার্ক থেকে নিকো পার্ক, বর্ষবরণ সেলিব্রেশনে মাতোয়ারা রাজ্যবাসী
ইকো পার্ক থেকে নিকো পার্ক বছরের প্রথম দিনে উপচে পড়ছে ভিড়। রাজ্য জুড়ে বর্ষবরণের মুডে রাজ্যবাসী। আলিপুর চিড়িয়াখানায় সকাল থেকেই ভিড় উপচে পড়েছে। ইতিমধ্যে সেখানে চালু হয়েছে ইটিকিট। মানুষের ঢল নেমেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও। পাড়ায় পাড়ায় উৎসবের আমেজ। পাশাপাশি আজ কল্পতরু উৎসব, ভক্তদের উপচে পড়া ভিড় দক্ষিণেশ্বরে, নয়া সাজে মা ভবতারিণী। ভোর সাড়ে ৫টা খোলা হয় দক্ষিণেশ্বের মন্দির। মাকে নতুন বেনারসী, গয়না পরানোর পাশাপাশি ভোগ নিবেদন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে অগণিত ভক্ত এসে ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। মূলত কাশীপুর উদ্যানবাটীতেই এই উৎসব মহাসমপরোহে পালিত হয়। কাশীপুর উদ্যানবাটীতেই শ্রীরামকৃষ্ণদেব জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন। সেখানেও ভক্তদের ঢল।
-
Jan 01, 2025 12:06 ISTWest Bengal News Live: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অশান্ত ভাঙর
বছরের শুরুতেই অশান্ত ভাঙর। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আরাবুলের দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার। পুলিশের সামনেই চলে গুণ্ডাগিরি। পুলিশের সামনেই আরাবুলের গাড়িতে চলল দেদার লাথি। আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ ওঠে দলের একাংশের বিরুদ্ধে। পাশাপাশি আরাবুল ঘনিষ্ঠের গাড়ি লক্ষ্য করেও চলে দেদার হামলা। এই মুহূর্তে গোটা পরিস্থিতি মোকাবিলায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা এখনও থমথমে।
-
Jan 01, 2025 11:59 ISTWest Bengal News Live: ৯ বাংলাদেশি গ্রেফতার
বাড়ছে অবৈধ অনুপ্রবেশ। এর মধ্যেই আরও ৯ বাংলাদেশি গ্রেফতার, এ পর্যন্ত কতজন ধরা পড়েছেন জানেন? মহারাষ্ট্র ATS-এর হাতে গ্রেফতার এক মহিলা সহ নয় বাংলাদেশী নাগরিক। তাদের সকলেই জাল নথি, আধার কার্ড তৈরি করে দিব্যি রাজ্যে বসবাস করছিল।মহারাষ্ট্র এটিএস-এর হাতে গ্রেফতার ৯ বাংলাদেশি নাগরিক। শীর্ষ এক কর্মকর্তা জানান, ডিসেম্বরে বিশেষ অভিযানে এ পর্যন্ত ৪৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গত চার দিনে মুম্বাই, নাসিক, নান্দেড সহ একাধক এলাকায় টানা তল্লাশিতে তাদের গ্রেফতার করা হয়। গতকালের অভিযানে একটি হোটেল থেকে আট পুরুষ ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা জাল নথি ব্যবহার করে আধার কার্ড তৈরি করেছে। পুলিশ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় পাঁচটি মামলা রুজু করেছে।
-
Jan 01, 2025 11:37 ISTWest Bengal News Live: রান্নার গ্যাসের দাম কমল অনেকটাই
২০২৫ সালের প্রথম দিনেই বড়সড় স্বস্তি। দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের। দাম কমানোর ঘোষণা জারি করেছে সরকারি তেল কোম্পানিগুলো। ১লা জানুয়ারি এলপিজি সিলিন্ডারের দাম ১৪.৫০ টাকা কমেছে।
-
Jan 01, 2025 11:13 ISTWest Bengal News Live: খাস কলকাতায় কোটি কোটি টাকার জাল ওষুধ উদ্ধার
ভবানীপুরে জাল ওষুধের বিরাট সাম্রাজ্য। অভিযোনে উদ্ধার কোটি কোটি টাকার জাল ওষুধ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে নামী ব্র্যান্ডের ৪০০ টি লেবেল। ক্যানসার ও ডায়বেটিসের ওষুধও জাল। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা ইতিমধ্যেই গোটা ঘটনায় তল্লাশি শুরু করেছে। কোথায় কোথায় এই জাল ওষুধ সরবরাহ করা হত? কারা কারা এই ব্যবসায়ে যুক্ত? ছিল সবটাই খতিয়ে দেখা হচ্ছে। গোডাউন থেকে উদ্ধার ৩০০টি নামী ব্র্যাণ্ডের ফাঁকা বাক্স। অনলাইনেও রমসমিয়ে সেই সব ওষুধ বিক্রি হত বলেও জানা গিয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৬কোটি ৬০ লক্ষ টাকার জাল ওষুধ।
-
Jan 01, 2025 11:05 ISTWest Bengal News Live: খাস কলকাতায় তরুণীকে ধর্ষণ
আরজি কর কান্ডের পর ফের খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ। কলকাতার নামী ইঞ্জিনিয়ারিং কলেজের তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল তারই এক স্কুল সহপাঠীর বিরুদ্ধে। গতকাল রাতেই তরুণীর অভিযোগের ভিত্তিতে কলকাতার এক নামী কলেজ পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গড়ফা থানা এলাকায়।
২১ ডিসেম্বর রাতে এক বন্ধুর ফ্ল্যাটে মাদক খাইয়ে ধর্ষণের ঘটনা ঘটে বলে ওই তরুণী তার অভিযোগে জানিয়েছেন। ঘটনার পর তিনি মানসিক ভাবে এইটাই বিপর্যস্ত ছিলেন যে থানায় অভিযোগ দায়ের করতে পারেন নি। জানা গিয়েছে অভিযুক্ত ছাত্র বাগুইআটির বাসিন্দা।
-
Jan 01, 2025 10:13 ISTWest Bengal News Live: প্রিয়জনদের জানান ২০২৫-এর শুভেচ্ছা
'নতুন বছরের প্রথম আলোয় ঘুচে যাক অতীতের সকল কালিমা'! প্রিয়জনদের জানান ২০২৫-এর শুভেচ্ছা। ২০২৪ এর বিদায় শেষে ২০২৫-এর নতুন ভোর। নিজের কাছের ও প্রিয়জনদের আপনিও নতুন বছরে আপনার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। ফেসবুক, হোইয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামে আপনি আপনার প্রিয়জনদের জানান নতুন বছরের শুভেচ্ছা।
-
Jan 01, 2025 09:42 ISTWest Bengal News Live: জামিন পেয়ে যাবে সঞ্জয় রায়, মারাত্মক আশঙ্কা চিকিৎসকদের
আর জি কান্ডে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। শিয়ালদহ আদালতে পেশ করা চার্জশিটে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাতে উল্লেখ করা হয়েছে ৬৮ জনকে যাতায়াত করতে দেখা গেলেও গেলেও কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। সিবিআই জানিয়েছে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রাইকে চিহ্নিত করা সম্ভব হয়। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। তারা দাবি করেছেন যেভাবে তদন্তের নামে প্রহসন চলছে তাতে সঞ্জয় রাইয়ের অদূর ভবিষ্যতে জামিন পেয়ে যাওয়াটাও অস্বভাবিক কিছু নয়।
-
Jan 01, 2025 09:29 ISTWest Bengal News Live: অসুস্থ চিন্ময় কৃষ্ণের আইনজীবি
আগামীকাল ২ রা জানুয়ারি চট্টগ্রাম আদালতে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের শিনানি। তার আগেই অসুস্থ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। মঙ্গল বার সন্ধ্যায় বুকে ব্যাথা অনুভব করায় তাঁকে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। এদিকে রবীন্দ্র ঘোষের অসুস্থ হয়ে পড়ায় আগামীকাল তাঁর শুনানিতে উপস্থিত থাকার সম্ভাবনা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।
-
Jan 01, 2025 09:24 ISTWest Bengal News Live: বাংলাদেশীদের আধারকার্ড
তিন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আধার কার্ড বানিয়ে দিয়ে তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম, মিন্টু দাস, অমিত মণ্ডল ও সায়েম হোসেন।
-
Jan 01, 2025 09:23 ISTWest Bengal News Live: মমতা-অভিষেকের মঙ্গলকামনায় পুজো দিয়েই বড় বার্তা অনুব্রতর
তিহার জেলে দু’বছর কাটালেও প্রভাব প্রতিপত্তিতে এতটুকুও ভাটা পড়েনি। পুজোর আগে তিহার জেল থেকে ছাড়া পেয়ে তিনি তাঁর কন্যা সুকন্যাকে সঙ্গে নিয়ে তারাপীঠের তারা মায়ের মন্দিরে পুজো দেন তিনি। আর মঙ্গলবার বছরের শেষ দিনে তিনি তাঁর প্রয়াত স্ত্রীর ছবি হাতে নিয়ে মেয়ের সাথেই পুজো দিলেন সতীপীঠ হিসাবে পরিচিত পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রামের দেবী যোগাদ্যা মায়ের মন্দিরে।