সম্প্রতি ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী কিছু এলাকায় বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করে।
India-Bangladesh Border Controversy: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে বিতর্ক চলছেই। তার মধ্যে ভারতীয় হাইকমিশনারকে তলব করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে রবিবার তলব করে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার। এদিন দুপুর ৩টে নাগাদ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকে ঢুকতে দেখা যায় প্রণয় ভার্মাকে। প্রায় ৪৫ মিনিট বাংলাদেশের পররাষ্ট্র সচিব মুহাম্মদ জসীমউদ্দিনের সঙ্গে বৈঠক হয় তাঁর।
Advertisment
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর খবর অনুযায়ী, জসীমউদ্দিনের সঙ্গে কথা বলার পর প্রণয় জানিয়েছেন, কাঁটাতারের বিষয়ে দু-দেশের মধ্যে সমন্বয় এবং সহযোগিতার সম্পর্ক রয়েছে। বিএসএফ এবং বিজিবি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে বলেও জানান তিনি। তিনি বলেছেন, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মদ্যে বোঝাপড়া রয়েছে। এবিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি।
সম্প্রতি ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী কিছু এলাকায় বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করে। তাতে বিজিবি আপত্তি জানায়। মালদহের কালিয়াচক এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কাঁটাতার বসানোর সময় বিজিবির বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে রবিবার বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করলেন ভারতীয় হাইকমিশনার।
এদিকে, বাংলাদেশ কাণ্ডে সীমান্তে উত্তেজনা অব্যাহত। এর মাঝেই চোরাকারবারিদের হাতে BSF-এর আক্রান্তের ঘটনায় ধুন্ধুমার। ত্রিপুরার পর এবার বাংলা। বাংলাদেশি চোরাচালানকারীদের আটকাতে কালিয়াচক সীমান্তে আক্রান্ত সীমান্ত রক্ষী বাহিনী।আত্মরক্ষায় বেশ কয়েক রাউনশ গুলিও চালিয়েছে বিএসএফ, এমনটাই সূত্রের দাবি।
জানা গিয়েছে চোরাকারবারিদের ২০ জনের একটি দল ১১৯ নম্বর ব্যাটালিয়ানের কর্তব্যরত বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে চলে হামলা। দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে শূন্যে দু-রাউন্ড গুলি ছোঁড়ে সীমান্তরক্ষী বাহিনী। তাতে কাজ না হওয়ায় চোরাচালানকারীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র, বিম টর্চ উদ্ধার করা হয়েছে।