Iskcon On violence against hindus: বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন ইসকন, সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন ইউনূসকে আর্জি গৌরাঙ্গ দাসের।
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর লাগাতার হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসকন। বাংলাদেশ সরকারের কাছে সব ধর্মের মানুষকে স্বাধীন ভাবে ধর্ম পালনের অধিকার নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে ইসকনের তরফে । হিন্দুদের সমস্ত মন্দির, বিগ্রহ এবং ভক্তদের রক্ষার জোরালো বার্তা দেওয়া হয়েছে ইউনূস সরকারকে।
শনিবার ইসকনের গভর্নিং বডি কমিশনার গৌরাঙ্গ দাস বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইসকন উদ্বিগ্ন। হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমরা সবাই চিন্তিত। আমরা বাংলাদেশ সরকার এবং সকল কর্মকর্তাদের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। আমাদের সমস্ত মন্দির, মূর্তি এবং ভক্তদের রক্ষা করার আবেদন জানাচ্ছি। সব ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন গৌরাঙ্গ দাস। তিনি আরও বলেন, 'আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান সব সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের ধর্মীয় স্থানে উপাসনার অধিকার দিতে হবে।'
অশান্ত বাংলাদেশে চলছে লাগাতার হিন্দু নির্যাতন। ৮ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ২২০০। বিদ্বেষের বাংলাদেশে এবার খুন হিন্দু পুরোহিত। বাংলাদেশে নাটোরে মন্দিরে খুন সেবায়ত। হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে মন্দিরের পুরোহিতের মৃতদেহ। শ্মশানকালী মন্দিরে লুটপাটের পর সেবায়তকে খুন। ডাকাতি বলে দাবি বাংলাদেশ পুলিশের। শ্মশানেও সুরক্ষা নেই হিন্দুদের এমনই দাবি কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস। এর পাশাপাশি ময়মনসিংয়ের মন্দিরে তান্ডব। ৮টি মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। বাংলাদেশে দিনাজপুরেও কট্টোরপন্থী মৌলবাদীদের তান্ডব। বীরগঞ্জের মন্দিরেও তান্ডব চালিয়ে মৌলবাদীরা।
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন মহম্মদ ইউনূস। এরপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একের পর এক হামলার ঘটনা প্রকাশ্যে আসছে। প্রাণভয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসছেন একের পর এক সংখ্যালঘু হিন্দুরা। যদিও হিন্দু নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চারদিনে কলকাতা দখলের ডাকের পর ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি। এবার রাফাল বিমান নিয়ে হাস্যকর হুমকি ছুঁড়লেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবি-খান সোহেল। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে রাফাল যুদ্ধ বিমান নিয়ে দিল্লিকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়লেন বিএনপি নেতা। হাবিব উন-নবি-খান সোহেল হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের শরীরটা দেখুন, ওই আঙুল কেটে ফেলব। আমরা একবার যদি লুঙ্গিটা মালকোঁচা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে!"