/indian-express-bangla/media/media_files/2025/06/13/ZUoB9AXxBWiBuv7pdZSt.jpg)
Murshidabad News: গ্রেফতার হওয়া সেই বাংলাদেশি নাগরিক।
Raninagar infiltration:ফের গ্রেফতার বাংলাদেশি নাগরিক। আবারও ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হল এক বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিনগর এলাকা থেকে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতেই ওই এলাকায় অভিযান চালানো হয়। তারই ভিত্তিতে এই গ্রেফতারি।
মুর্শিদাবাদের রানিনগরে গ্রেফতার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। বৃহস্পতিবার গভীর রাতে রানিনগর থানার রামনগর নাতুনপাড়া এলাকা থেকে বাংলাদেশের ওই নাগরিককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ উজ্জ্বল। বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই ধৃতকে কয়েক দফায় জেরা করেছে পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে জেরায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসতে পারে বলে ধারণা তদন্তকারী পুলিশ আধিকারিকদের।
এর আগেও নানা সময়ে মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বহু বাংলাদেশি গ্রেফতার হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অস্থির অবস্থা চলার পর থেকে অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে। তবে এদেশেও সীমান্তে নজরদারি বহু গুণে বাড়িয়েছে BSF। তা সত্ত্বেও কোনওভাবে জওয়ানদের চোখ ফাঁকি দিয়ে ভারতে ঢুকে পড়ছে বাংলাদেশিরা। নবান্নের নির্দেশে সীমান্তবর্তী প্রতিটি থানাকেও বাড়তিভাবে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন- Smart Meter: ফের পুরনো পদ্ধতিতেই ফিরছে রাজ্য, তবে স্মার্ট মিটার না খুললে আগুনে আন্দোলনের হুঁশিয়ারি