ব্যাঙ্কে ঢুকে অভিনব কায়দায় গ্রাহকের টাকা ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল এক বাংলাদেশি যুবক। গ্রাহকেরাই ধরে ফেলেন ছিনতাইবাজকে। প্রথমটায় উত্তম-মধ্যম ধোলাইও হয়েছে ছিনতাইবাজের। খবর যায় থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। চাঞ্চল্যকর এই ঘটনা ওল্ড দিঘার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের।
Advertisment
জানা গিয়েছে, ধৃত ওই বাংলাদেশি যুবকের নাম মোহম্মদ টিটন খান। ধৃতের বাড়ি বাংলাদেশের খুলনার পানিগতি এলাকায়। ওই যুবক ৩০ এপ্রিল বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল। গত ৭ মে নিউ দিঘার একটি হোটেলে উঠেছিল ওই যুবক। সোমবার দিঘার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গ্রাহক সেজে ঢোকে ওই যুবক।
ভিড়ে ঠাসা ব্যাঙ্কে গ্রাহক সেজে ঢুকে ছিনতাইয়ের ছক কষে ওই যুবক। ওই দিন স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ প্রধানও ব্যাঙ্কে গিয়েছিলেন। ওই ব্যাঙ্কে ১ লক্ষ ৭০ হাজার টাকা তিনি জমা দিতে গিয়েছিলেন বলে দাবি তাঁর। ওই ব্যক্তিরই টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছিল বাংলাদেশি ওই যুবক।
প্রসেনজিৎ প্রধান বলেন, "আমি একটি ড্রাফট পূরণ করছিলাম। ঠিক সেই সময়ে আমার পাশে থাকা টাকার ব্যাগটি ওই যুবক ব্লেড দিয়ে কাটতে শুরু করে। মুহূর্তের মধ্যে ওই ঘটনা আমার নজরে এসে যায়। তৎক্ষণাৎ বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং অন্যদের জানাই। ব্যাঙ্কের তরফে দিঘা থানায় ফোন করা হয়। তবে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রাহকরাই ওঁকে ধরে ফেলেন।'' পরে পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে ব্যাঙ্কের মধ্যে অভিনব কায়দায় ছিনতাইয়ের চেষ্টার খবর চাউর হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।