/indian-express-bangla/media/media_files/2025/10/19/cats-2025-10-19-18-22-46.jpg)
নবপ্ললী আমরা সবাই ক্লাব (বয়েজ স্কুল)
দুর্গাপুজোর পর ফের উৎসব মুখর গোটা বাংলা। আগামীকাল দীপাবলি। আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ। পাশাপাশি আলোর এই উৎসবে মাতোয়ারা বাংলাও। বারাসাতের কালীপুজো মানেই এক আলোর সমারোহ। কলকাতার দুর্গাপুজোকে টেক্কা দিতে কোনো অংশেই কম যায়না উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের কালী পূজো।
আলোর উৎসবের রঙিন কলকাতা,শহরের সেরা এই মাতৃ প্রতিমার রূপ দেখে গায়ে কাঁটা দেবে
দীপাবলীর আগে ভূত চতুর্দশীতেই বারাসাতের অলিগলিতে সেজে উঠেছে জমকালো আলোর রোশনাইয়ে। আগামীকাল কালীপুজো। তবে পথে ভিড় জমেছে আজ থেকেই। এক এক জায়গায় এক এক দারুণ দারুণ ভাস্কর্য নজর কাড়ছে বারাসাত বাসীদের। নবপ্ললী আমরা সবাই ক্লাব (বয়েজ স্কুল) অসাধারণ প্যান্ডেলে ও প্রতিমা তাক লাগিয়ে দিয়েছে গোটা বারাসাতকে। এবারের তাদের থিম শ্রী কৃষ্ণের দ্বারকা নগরী। অপূর্ব সুন্দর হাতের কাজে ফুটে উঠেছে শ্রী কৃষ্ণের সাম্রাজ্য।
দীপাবলিতে এই তিন রাশির জাতক-জাতিকারা মালামাল হবেন, দেবী লক্ষ্মীর কৃপা থাকবে আপনার উপর
মণ্ডপের ভিতরে নিপুণ হতে তৈরি মূর্তমান দেবগণ। প্রতিবছরের মতো এবারের তাদের প্রতিমাতেও রয়েছে নতুন রূপ।
অসাধারণ রূপ এ একই অঙ্গে স্থাপিত হয়েছে কৃষ্ণ-কালী। সেই সঙ্গে মণ্ডপ প্রাঙ্গণ মুখরিত করছে শ্রী কৃষ্ণের মনোমুগ্ধকর বাঁশি।সব মিলিয়ে এ যেনো দর্শনার্থী দের কাছে এক স্বর্গ তুল্য। ইতি মধ্যেই মণ্ডপ প্রাঙ্গনে ভিড় জমে উঠেছে।
অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার, আকাশছোঁয়া দামেও ধনতেরাসে সোনা বিক্রিতে নজির দেশে