Advertisment

Barasat Kali puja 2024: শক্তির আরাধনায় জ্বলে উঠল প্রতিবাদের আগুন! বারাসতের এই কালীপুজোর থিম চমকে দেবে

Barasat Kali puja 2024 : কালীপুজোর চমক মানেই বারাসত। আলোর উৎসবে বছরের পর বছর মানুষের নজর কেড়েছে বারাসত। আর এবার বারাসত-ব্যারাকপুর রোডের নব যুবক সংঘ ক্লাব এক অভিনব রূপ দান করেছে মাতৃ প্রতিমায়।

author-image
Mobarak Koraisi
আপডেট করা হয়েছে
New Update
barasat kalipuja

শক্তির আরাধনায় জ্বলে উঠল প্রতিবাদের আগুন! বারাসাতের এই কালীপুজোর থিম চমকে দেবে

Barasat Kali puja 2024 : প্রতিবাদের আগুন মৃদু হলেও ঘা এখনও শুকায়নি। আরজি কর কাণ্ডে নির্যাতিতা তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে ফুঁসছে  রাজপথ। এর মাঝেই রাজ্যে একের পর এক নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ ঘটেই চলছে। কখনও ফালাকাটা, কখনও আলিপুরদুয়ার আবার কখনও মগরা। এবার রাজ্যে ঘটে চলা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা প্রকাশ পেয়েছে কালীপুজোর থিম।

Advertisment

কালীপুজোর চমক মানেই বারাসত। আলোর উৎসবে বছরের পর বছর মানুষের নজর কেড়েছে বারাসত। আর এবার বারাসত-ব্যারাকপুর রোডের নব যুবক সংঘ ক্লাব এক অভিনব রূপ দান করেছে মাতৃ প্রতিমায়। মায়ের কোলে শায়িত শিশুকন্যা। সামনে মৃত কন্যাকে কোলে শুয়ে তার মা বসে, এমনি কিছু মূর্তি দিয়ে এবারের প্যান্ডেল। প্যান্ডেলের গায়ে নারীশক্তির নানান ছবি। সেই সঙ্গে মন্ডপে প্ল্যাকার্ডে প্রতিবাদে লেখা কিছু প্রবাদ। এমনই প্রতিবাদের ভাষায় ফুটে উঠেছে এবারের নব যুবক সংঘের কালীপুজো।

নাবালিকাকে যৌন নির্যাতন, উত্তপ্ত মগরা, থানায় ঢুকে হুঙ্কার ছুঁড়ে 'লাইম লাইটে' শাসক বিধায়ক

কেন এমন থিম ভাবনা?

এ বিষয়ে ক্লাবের কর্তা জানান যে, 'রাজ্যে নারীশক্তির আরাধনা করা হয় সেই স্থানে নারীদের অবমাননা সহ্য করার মতো না, প্রতিবাদ ছাড়া তো আর কোনও উপায় নেই, সেই কথা মাথায় রেখেই আমরা দেবী শক্তির আরাধনার মাধ্যমে তা সকলের সামনে তুলে ধরেছি।'

Barasat Kalipuja 2024
Advertisment