Magra Sexual Harassment : রাজ্যে ফের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। এবার ঘটনাস্থল হুগলির মগরা। ফালাকাটা আলিপুরদূয়ারের পর এবার মগরায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। তা নিয়ে শাসককে নিশানা বিজেপির, টায়ার জ্বালিয়ে চলে জিটি রোডে বিক্ষোভ।
গভীর রাতে নাবালিকার বাড়িতে ঢুকে যৌন হেনস্থার অভিযোগ এলাকারই এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই 'অ্যাকশনে' নামে মগরা থানার পুলিশ। তালান্ডু স্টেশন থেকে বছর ২৫-এর অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ৬৪ (২)(১) ধারা এবং পকসো আইনের ৪ (১) ধারায় মামলা রুজু হয়েছে। আজ রবিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। এদিকে গতকালের পর ফের মগরায় নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় সরব শাসক দলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।
গতকালের ঘটনার পর রবিবার সকালে থানায় আসেন বলাগড়ের বিধায়ক। এরপর সেখান থেকে বেরিয়ে নির্যাতিতার বাড়ি গিয়ে কথা বলেন নির্যাতিতার মা ও পরিবারের লোকেদের সঙ্গে। দোষীর কঠোর শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে মনোরঞ্জন বলেন, 'লকআপে থাকা ছেলেটিকে বললাম, পুলিশের হাতে পড়েই তুই তো বেঁচে গেলি। কাল রাতে যদি আমি তোকে পেতাম, একেবারে গুড়ো গুড়ো করে দিতাম।”
কালীপুজোর পর এবার ভাইফোঁটাতেও! গান বেঁধে ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য গতকালই এক ফেসবুক পোস্টে রাজ্যে একের এক এক ধর্ষণ খুনের ঘটনায় ক্ষোভের সুর শোনা যায় শাসক বিধায়কের গলায়। আক্ষেপের সুরের বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী 'খুনি-ধর্ষকদের উল্লাসভূমি হয়ে যাচ্ছে বাংলা' বলে তোপ দাগেন পাশাপাশি তিনি সরকার ও মানুষের কাছে এই ধরণের ঘটনা সম্পর্কে সজাগ ও সচেতন থাকার বার্তাও তিনি দেন। এদিকে মগরায় নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় আজ টায়ার জ্বালিয়ে জেলা সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে জি টি রোডের ওপর বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী।
আরজি কর কাণ্ডের ঘটনায় এখনও মেলেনি ন্যায় বিচার। রাজ্য জুড়ে ন্যায় বিচারের দাবিতে অভিনব এক প্রতিবাদের সাক্ষী থেকেছে গোটা বাংলা। এদিকে এর মাঝেই রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে। রাজ্যে ঘটে যাওয়া একের পর এক নারী নির্যাতনের ঘটনায় ফের সরব বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।