New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/02/WC78N9lrNFP0v86winjY.jpg)
মমতার নির্দেশ থোড়াই কেয়ার, তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত দলেরই ওয়ার্ড সভাপতি, ভাইরাল ভিডিও
মমতার নির্দেশ থোড়াই কেয়ার, তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত দলেরই ওয়ার্ড সভাপতি, ভাইরাল ভিডিও
Barasat TMC Clash: মাটি বোঝাই গাড়ি চলাচলে খারাপ হচ্ছে রাস্তা। যার মীমাংসা করতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হলেন তৃণমূলেরই ওয়ার্ড সভাপতি। আহত এই তৃণমূল নেতার নাম রামপ্রসাদ মিত্র। তিনি বারাসত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের সভাপতি। তাকে মারধোর করার অভিযোগ উঠল তার দলের কর্মী আসাদুল মন্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে বারাসত ২১ নম্বর ওয়ার্ডে একটি পাকা রাস্তা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেই রাস্তাতে সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি মাটি বোঝাই গাড়ি চালাচ্ছে। আর সেই গাড়িগুলি চলছে অভিযুক্ত আসাদুল মণ্ডলের নেতৃত্বে। মাটি বোঝাই গাড়ি চলাচলের ফলে খারাপ হচ্ছে রাস্তা। এলাকাবাসীর অভিযোগ পেয়ে মাটি বোঝাই গাড়ি চলা নিয়ে গতকাল সন্ধ্যায় স্থানীয় একটি ক্লাবে বৈঠকে বসেন এলাকার বাসিন্দারা, যে বৈঠকে উপস্থিত ছিলেন রামপ্রসাদ মিত্র ও আসাদুল। সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিযোগ এর পরেই আসাদুলের নেতৃত্বে তার অনুগামীরা রামপ্রসাদকে মারধর করে।
মারধরের টনায় গুরুতর আহত হন রামপ্রসাদ। তাকে আহত অবস্থায় উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে বারাসাত থানায় আসাদুলের বিরুদ্ধে রামপ্রসাদকে মারধরের অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
এই বিষয়ে বিজেপি নেতা তাপস মিত্র বলেন, তৃণমূলের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোলের সূত্রপার। ওই দলে কোন নীতি-আদর্শ নেই। নির্বাচন যত এগিয়ে আসবে দেখবেন দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব বাড়বে। তিনি আরও বলেন, আমরা চাইবো পুলিশ ঘটনার সঠিক তদন্ত করে দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক।