Advertisment

Arjun Singh: ভয়ঙ্কর অভিযোগ, সময় নষ্ট না করেই সোজা মামলা ঠুকলেন অর্জুন সিং!

BJP: গেরুয়া শিবির তাঁকে ফের প্রার্থী করেছে ব্যারাকপুরে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। ফলে ব্যারাকপুরে এবার প্রেসটিজ ফাইট। জোর টক্কর দুই ফুল শিবিরেরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Barrackpore BJP candidate Arjun Singh filed a case in Calcutta High Court on police surveillance by installing CCTV around his house, বাড়ির চারপাশে সিসিটিভি বসিয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ অভিযোগ বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের মামলা করলেন হাইকোর্টে

Lok Sabha Election 2024: বিজেপির ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং।

BJP Candidate Arjun Singh Has Accused Police Of Illegal Surveillance: জোড়া-ফুল ছেড়ে ফের পদ্মে ফিরেছেন। আবারও ব্যারাকপুর থেকেই লোকসভার টিকিট পেয়েছেন। এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁকে ওয়াই ক্যাটাগরির সুরক্ষারও বন্দোবস্ত করে দিয়েছে। লড়াই কঠিন হলেও আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী অর্জুন সিং। এবার তিনি পুলিশের বিরুদ্ধে বেআইনিভাবে নজরদারির অভিযোগ তুলে সোজা হাইকোর্টের দ্বারস্থ হলেন।

Advertisment

বুধবার উচ্চ আদালতের অর্জুন সিংয়ের আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায়ের দাবি করেন, অর্জুন সিং-এর বাড়ির কাছে নজরদারি চালাতে পুলিশ চারপাশে নানা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। বিজেপি প্রার্থীর সঙ্গে কে বা কারা দেখা করতে আসছে তা জানতেই নাকি পুলিশের এই পদক্ষেপ। পুলিশ আইনত এই কাজ করতে পারে না বলেই বিজেপি প্রার্থীর আইনজীবীর।

আরও পড়ুন- Lok Sabha Election 2024: কেন্দ্রের বড় তোফা অর্জুন-অভিজিৎ সহ চার পদ্ম নেতাকে! বিজেপিতে নাম লেখাতেই…

বিচারপতি জয় সেনগুপ্ত মামলার অনুমতি দিয়েছেন। সম্ভবত আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হবে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। সেবার বিজেপির টিকিটে লোকসভা ভোটে জেতেন। কিন্তু ২০২২ সালে ফের তিনি জোড়া-ফুলে ফিরে যান। কিন্তু পাঁচ বছরও পরও একই ছবি। এবারেও তাঁকে লোকসভার টিকিট দেননি তৃণমূল নেত্রী। ফলে আবারও দলবদলান অর্জুন। ফেরেন বিজেপিতে। গেরুয়া শিবির তাঁকে ফের প্রার্থী করেছে ব্যারাকপুরে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। ফলে ব্যারাকপুরে এবার প্রেসটিজ ফাইট। জোর টক্কর দুই ফুল শিবিরেরে।

bjp Calcutta High Court Arjun Singh West Bengal Police Mamata Government Barrackpore
Advertisment