/indian-express-bangla/media/media_files/2025/06/18/police-00a55c36.jpg)
Baruipur police: বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস করল বারুইপুর জেলা পুলিশ।
Baruipur fraud:১৫ কোটি টাকার প্রতারণার মামলার তদন্তে নেমে শেষমেশ মূল অভিযুক্ত-সহ মোট তিনজন পুলিশের জালে ধরা পড়েছে। এখনও পর্যন্ত প্রতারণার সাড়ে ৪ কোটি টাকার জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের একটি সংস্থার নাম ভাঁড়িয়ে প্রতারণার এই রমরমা কারবার ফেঁদে বসেছিল প্রতারকরা। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হয়েছে প্রতারণা চক্রের মূল পাণ্ডা তারকনাথ ভট্টাচার্য ও তার দুই বান্ধবী। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানিয়েছেন, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি 'সস্তা সুন্দর' নামে একটি সংস্থার পক্ষ থেকে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তাদের অভিযোগ ছিল, তারা থার্ড পার্টি এজেন্সি 'এসবি সিকিউরিটি অ্যান্ড সার্ভিসেস'-এর মাধ্যমে মেডিকেল সামগ্রী সাপ্লাই করতেন।
যারা 'সস্তা সুন্দর' সংস্থার হয়ে বাড়ি বাড়ি মেডিসিন ডেলিভারি দিত। মেডিসিন বিক্রির টাকা সস্তা সুন্দরের অ্যাকাউন্টে জমা করার কথা। কিন্তু গত ২ বছর ধরে সেই টাকা জমা করা হচ্ছিল না বলে অভিযোগ। ওই সময়ের মধ্যে আনুমানিক ১৫ কোটি টাকার মাল বিক্রি হয়েছে বলে সংস্থাটির দাবি।
আরও পড়ুন- Kolkata News Live Updates: বিরাট বিস্ফোরণ, উড়ল রেললাইন, পরপর ৬টি বগি লাইনচ্যুত
অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে প্রথমেই তারকনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। এছাড়াও ৩টি ২৫ লক্ষ টাকা মূল্যের চারচাকা গাড়ি, ৪টি ফ্ল্যাট, ১২টি বাইক যার মূল্য ৮ লক্ষ ৬৩ হাজার টাকা, ৮৫ লক্ষ টাকার বিনিময়ে লিজে নেওয়া একটি দোকান, ২৪ লক্ষ ২৫ হাজার টাকা জমি, ১৬ লক্ষ ৫০ হাজার নগদ টাকা, ৫১ লক্ষ টাকার মেডিসিন এবং ব্যাঙ্কে জমা ৩০ লক্ষ ৯৩ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃত তারকনাথ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে গত ১৪ জুন পম্পা মিস্ত্রিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই টাকা থেকে সোনা কেনা হয়েছে। ১ কোটি ৭৯ লক্ষ টাকার সোনার গয়না বাজেয়াপ্ত করে পুলিশ। মোট ১৫ কোটি টাকার প্রতারণা হয়েছে। এখনও পর্যন্ত সব মিলিয়ে পুলিশ সাড়ে ৪ কোটি টাকার মালপত্র বাজেয়াপ্ত করেছে।
এই প্রতারণা চক্রের মূল পাণ্ডা তারকনাথ ভট্টাচার্য সহ তার দুই বান্ধবী গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে শতরূপা সরকার নামে এক মহিলা দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন এলাকা থেকে গ্রেফতার হয়েছে। পেশায় যিনি বার সিঙ্গার। ধৃত তারকনাথ ভট্টাচার্যের আর এক বান্ধবী পম্পা মিস্ত্রি উত্তর ২৪ পরগনা জেলার নিমতা থেকে গ্রেফতার হয়েছে।