/indian-express-bangla/media/media_files/2025/06/18/wb-fishing-ban-fda39d87.jpg)
বিরাট দুর্যোগের আশঙ্কা, সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা, হতাশ মৎসজীবীরা, মন খারাপ ইলিশ প্রেমী বাঙালির
Fishing Ban Weather Alert: ব্যান পিরিয়ড কাটিয়ে সব মাত্র দুদিন সমুদ্র কিংবা নদীতে মাছ ধরতে ট্রলার নৌকা নেমেছে। তারই মধ্যে প্রাকৃতিক দূর্যোগের কারনে আগামী ১৯ শে জুন পর্যন্ত সমুদ্র ও নদীতে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ। আজ এক নির্দেশিকায় পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় মৎস্যজীবীদের জানানো হয়েছে ১৭ ই জুন দুপুরের পর থেকে ১৯ তারিখ সকাল পর্যন্ত কোনো মৎস্যজীবী ট্রলার বা নৌকা নিয়ে সমুদ্র কিংবা নদীতে মাছ ধরতে যাবে না। এমনই নির্দেশিকা জেলার মৎস্যদপ্তরের কাছে পাঠানো হয়েছে।
সহ মৎস্য অধিকর্তা, সামুদ্রিক বিভাগ, কাঁথি সুমন সাহা জানান, " নবান্ন থেকে পাঠানো নির্দেশিকা আমরা আমাদের সমস্ত দপ্তরের পাশাপাশি মৎস্যজীবী সংগঠনগুলির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে প্রাকৃতিক দূর্যোগের কারনে আগামী ১৯ শে জুন পর্যন্ত মৎস্যজীবীরা যেন মাছ ধরতে না যায়। যারা গিয়েছে তারা যেন দ্রুত ফিরে আসে। ইতিমধ্যে মাঝ সমুদ্রে থাকা ট্রলার গুলির কাছে বার্তা পাঠানো হয়েছে।"
দুদিনের ফিশিংয়ে মাছ বাজারে অল্পস্বল্প ইলিশের দেখা মিলেছিল। সাথে গত দুদিন ধরে ইলশেগুঁড়ি বৃষ্টি শুরু হয়। মৎস্যজীবীরা আশার আলো দেখেছিলো। কিন্তু আবার নিষেধাজ্ঞা জারি করায় কিছুটা হতাশ হয়ে পড়েছে। নিষেধাজ্ঞা কাটিয়ে সমুদ্রের রুপালি শস্য কবে বাজারে আসে সেদিকেই তাকিয়ে ভোজনরসিক মানুষ।