Basirhat TMC MP Haji Nurul Islam Death: প্রয়াত হলেন বসিরহাটে তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরে যকৃতের ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার দুপুরে নিজের গ্রামের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া শাসকদল এবং তাঁর পরিবারে।
গতির ভিড়ে শক্তি হারিয়ে যেন ধুঁকছে! নিভৃতে বিদায় জানানোর পালা কলকাতার ট্রামকে
লোকসভা ভোটের বিপুল জয়। মাঝে মাত্র কয়েকটা মাসের ব্যবধান। ভোটের আগে থেকে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন তিনি। সেকারণে ঠিকমতো প্রচারও চালাতে পারেননি। তবে জয়ী হয়ে দলের সম্মান রেখেছেন তিনি। লোকসভা ভোটের পর থেকে বেশ কয়েকবার অ্যাপেলো ও দিল্লি এইমসে চিকিৎসাজনিত কারণে তাঁকে ভর্তিও হতে হয়। শেষবার কলকাতায় এক বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলেন তিনি। নুরুলের আচমকা মৃত্যুর খবরে ভেঙে পড়েছে পরিবার পরিজন। দলেও নেমে এসেছে শোকের ছায়া।
সরলেন বিকাশ, নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার
২০০৯ সালে বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে প্রথমবার সাংসদ হন তিনি। মাঝে ২০১৪ সালে জঙ্গিপুর থেকে দাঁড়িয়ে হার। এরপর আবার ২০১৬ সালে হাড়োয়া বিধানসভা ভোটে জয়। ২০২১-এ ফের দ্বিতীয় বারের জন্য হাড়োয়ার বিধায়ক নির্বাচিত হন তিনি। ২০২৪-এও অনবদ্য পারফরমেন্স। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় ছিনিয়ে আনেন নুরুল। এরপর থেকেই শরীর যেন একেবারেই সঙ্গ দিচ্ছিল না। বারে বারে হাসপাতাল আর বাড়ি। দলীয় নেতৃত্বও তাঁর অসুস্থতা নিয়ে গভীর চিন্তায় ছিল। অবশেষে বুধবার দুপুরে দত্তপুকুর থানার বয়রা গ্রামে নিজের বাসবভনেই প্রয়াত হন তৃণমূল কংগ্রেসের অন্যতম এক সৈনিক।
নুরুলের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, 'আমার শ্রদ্ধেয় সহকর্মী, বসিরহাটের সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের মৃত্যুতে দুঃখিত। তিনি প্রত্যন্ত সুন্দরবন এলাকার একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ছিলেন এবং তিনি অনগ্রসর অঞ্চলের দরিদ্র মানুষের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। বসিরহাটের মানুষ তাঁর নেতৃত্ব মিস করবে। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।';