Advertisment

পুজোর আগেই 'দিদি'র উপহার, ব্লকে-ব্লকে নতুন পোশাক

পূর্ব মেদিনীপুরের মহিষাদলেও কয়েক হাজার নতুন পোশাক পৌঁছেছে। পঞ্চায়েতগুলিতে সেই পোশাক পাঠানো হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Before puja Mamata Banerjee send new dresses for poor family

পুজোর আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনই নতুন পোশাক পাঠানো শুরু হয়েছে। ছবি: কৌশিক দাস

ফি বারের মতো এবারও গরিব পরিবারগুলির জন্য পুজোর নতুন পোশাক পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের ব্লকে-ব্লকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এমনই কিছু পোশাক পাঠানো শুরু হয়েছে। রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের মহিষাদলেও পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর পুজোর উপহার।

Advertisment

শারদোৎসবের আগেই গরিবপরিবারগুলিকে পুজোর উপহার পাঠানো শুরু করল রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি ব্লকে পুজোর আগেই পুজোর নতুন পোশাক পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাকালে দু'বছর ধরে ঘোর বিপাকে সাধারণ মানুষ। একটানা লকডাউনের জেরে বহু মানুষই কাজ হারিয়েছেন। অনেকে সংসারের খরচ চালাতে জীবিকার অন্য পথ বেছে নিয়েছেন।

publive-image

আরও পড়ুন- ভুল হেয়ার-কাট, ক্ষতিপূরণ বাবদ মহিলা পেলেন ২ কোটি

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই গরিব পরিবারগুলিকে পুজোর উপহার পাঠান মুখ্যমন্ত্রী। এবারও পুজোর বেশ কিছুটা সময় আগেই ব্লকে-ব্লকে নতুন পোশাক পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে পূর্ব মেদনীপুরের মহিষাদল ব্লকেও এসে পৌঁছেছে কয়েক হাজার নতুন পোশাক। সেই পোশাক ব্লকের ১১ টি পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের কাছে পাঠিয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে পুরোদমে। এই কাজের তদারকি করছেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Durgapuja Mamata Banerjee
Advertisment