Advertisment

Durgapuja 2024: 'শিরদাঁড়া' নিয়ে প্রবল বিতর্ক! মেরুদণ্ড 'ঝোঁকালো' শহরের এই ক্লাব

Durgapuja 2024: আরজি কর আবহে প্রতীকী 'শিরদাঁড়া' জন্ম দিতে পারে বাড়তি প্রশ্নের। উৎসবের মাঝে বিতর্ক ও অযাচিত প্রশ্ন এড়াতেই কী মেরুদণ্ড ঝোঁকাতে বাধ্য হল বেলেঘাটার অন্যতম এই বারোয়ারি, উঠেছে প্রশ্ন!

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
RG KAr puja

'শিরদাঁড়া' নিয়ে প্রবল বিতর্ক! মেরুদণ্ড 'ঝোঁকালো' শহরের এই ক্লাব

Durgapuja 2024: আরজি কর কাণ্ডে 'শিরদাঁড়া' নিয়ে প্রবল বিতর্ক!  অবশেষে মেরুদণ্ড 'ঝোঁকাতে' বাধ্য হল বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ডস সার্কেল। বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেলের পুজো উদ্যোক্তারা এবিষয়ে জানিয়েছেন, আরজি কর কাণ্ডের অনেক আগে থেকেই পুজো থিম ভাবনা ও সেই মতই কাজ শুরু হয়েছিল। তবে আরজি কর আবহে প্রতীকী 'শিরদাঁড়া' জন্ম দিতে পারে বাড়তি প্রশ্নের। উৎসবের মাঝে বিতর্ক ও অযাচিত প্রশ্ন এড়াতেই কী মেরুদণ্ড ঝোঁকাতে বাধ্য হল বেলেঘাটার অন্যতম এই বারোয়ারি, উঠেছে প্রশ্ন!  

Advertisment

'উৎসবে বন্যার্তদের কথা ভুললে চলবে না', উত্তরবঙ্গে আমলাদের বার্তা মমতার

'বাবা'রা হাজারো প্রতিকূলতার মধ্যে থেকে পরিবারকে আগলে রাখেন। সন্তানকে মানুষ করতে প্রাণপাত করেন। সকল ঘাত- প্রতিঘাত সামলে পরিবারের গায়ে আঁচড় টুকু লাগতে দেন না। মেরুদন্ডকে সোজা রেখে নিঃশব্দে লড়াই জারি রাখেন। বাবাদের সেই সংগ্রাম আত্মত্যাগকে কুর্নিশ জানাতেই ৫১ বছরে বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ডস সার্কেলের পুজো  থিমের নাম দেওয়া হয়েছিল ‘বাবারা পরিবারের শিরদাঁড়া ’। গত ফেব্রুয়ারি থেকেই সেই মত প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সেই সময় থেকেই থিমের নকশাতে ছিল ৪০ ফুটের এই মেরুদণ্ডটি। সেই মতোই কাজ শুরু করে দিয়েছিলেন শিল্পীরা। মেরুদণ্ড তৈরি করে তা মন্ডপে বসানোও হয়ে গিয়েছিল। কিন্তু আরজি কর ঘটনার পর দিকে দিকে আন্দোলন জারি রয়েছে।  প্রতিবাদ রত চিকিৎসকরা কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হাতে প্রতীকী শিরদাঁড়া তুলে প্রশাসনের শিরদাঁড়া সোজা রাখার বার্তা দিয়েছেন। যা তাঁদের আন্দোলনকে এক নতুন মাত্রা দেয়। তার পর থেকে 'শিরদাঁড়া'ইস্যুতে রক্তচাপ বেড়েছে প্রশাসনের।  

আসছে 'গুলাব গ্যাং', 'রোমিও'রা সাবধান! নারী সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ পুলিশের

আরজি কর আবহে শহরের বেশ কিছু পুজো কমিটি তাদের অনুদান ফিরিয়ে তাদের প্রতিবাদ জারি রেখেছেন। এমন আবহে প্রতীকী শিরদাঁড়াকে কেন্দ্র করে কৌতহলী মানুষের প্রশ্নের মুখে পড়তে হয় বেলেঘাটার এই পুজো কমিটিকে।  পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, 'আমরা যে কোন রকমের বিতর্ক এড়িয়ে যেতে চেয়েছি। আর জি কর আবহে এই 'শিরদাঁড়া' নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুজো উদ্যোক্তাদের। এমন পরিস্থিতিতে আমরা দুর্গাপুজো কে কেন্দ্র করে আমরা অন্য কিছু ভাবছি না। আমরা উৎসব নিয়েই থাকতে চাই"।

RGKar medical college & hospital Durgapuja
Advertisment