Advertisment

আসছে 'গুলাব গ্যাং', 'রোমিও'রা সাবধান! নারী সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ পুলিশের

Chandannagar Police: আসন্ন শারদোৎসবের আবহে নারী সুরক্ষায় নজিরবিহীন এক তৎপরতা নিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট। ইতিমধ্যেই এব্যাপারে সাংবাদিক সম্মেলন করে বিশদে জানিয়েছেন পুলিশ কমিশনার।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Chandannagar Police Commissionerate's women police special team 'Pink Mobile', চন্দননগর পুলিশ কমিশনারেট, পিঙ্ক মোবাইল, মহিলা সুরক্ষা

মহিলা সুরক্ষায় পথে পুলিশের বিশেষ টিম। (ছবি- উত্তম দত্ত)

Chandannagar Police Commissionerate: আসছে গুলাব গ্যাং, রোমিওরা সাবধান। হতেই পারতো এরকম ক্যাপশন। তিলোত্তমা কাণ্ডের পর রাজ্যে নারীদের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে সচেতন নাগরিকদের মনে। নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। মহিলাদের নিরাপত্তার বিষয় নিয়ে কোনও রেয়াত নয়। এব্যাপারে কঠোর নীতি অবলম্বন করেছে পুলিশ। তাই আসন্ন শারদোৎসবে রাস্তাঘাটে মহিলাদের সুরক্ষা দিতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ এবার নামছে মহিলা পুলিশের বিশেষ টিম। নামকরণ হয়েছে 'পিঙ্ক মোবাইল"।

Advertisment

দুটি ভাগে ভাগ করা হয়েছে এই বিশেষ মহিলা টিমদের। দুটি বোলোরো জিপে থাকবেন বেশ কিছু বাছাই করা মহিলা অফিসার। এছাড়া ছোট ছোট গলিতে যেখানে বড় গাড়ি ঢোকা অসুবিধা সেখানে যাতে দ্রুত পৌঁছনো যায় তার জন্য রয়েছে আরও একটি বিশেষ টিম। এরা ব্যাটারি চালিত সাইকেল নিয়ে খুব দ্রুত গলিতে পৌঁছে যাবে নারীদের সুরক্ষা দিতে। মাথায় সাদা হেলমেট, পরনে সাদা ইউনিফর্ম। জনা পঁচিশেক  স্মার্ট, বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ দের নিয়ে তৈরি এই বাহিনী। মহাভারতের যুদ্ধের সময় দেখা মিলতো অশ্বারোহী , পদাতিক সহ বিভিন্ন বাহিনীর। এখানেও যেন অনুরূপ ভাবে তৈরি হয়েছে।

এমনিতেই পুলিশে মহিলাদের রাস্তায় সুরক্ষা দেওয়ার জন্য আছে উইনার্স টিম। কালো পোশাক পড়ে স্কুটি চালিয়ে সকাল থেকে রাত অবধি রাস্তায় রাস্তায় দাপিয়ে বেড়ায় এই মহিলা ব্রিগেড। এরপর তৈরি হলো গুলাব গ্যাং অর্থাৎ পিঙ্ক মোবাইল। এবার আর ছাড় নেই বেয়াদব পুরুষদের যারা রাস্তাঘাটে বিভিন্নভাবে নারীদের উত্তক্ত করে। একযুগ আগে গুলাব গ্যাং নামে বলিউডে একটি বিখ্যাত সিনেমা হয়েছিল সত্যঘটনা অবলম্বনে। 

আরও পড়ুন- Sayani Ghosh: 'গদ্দার হঠাও ভাঙড় বাঁচাও', শওকতকে পাশে বসিয়ে নাম না করে আরাবুলকে তুলোধনা সায়নীর

আরও পড়ুন- Humayun Kabir: জুনিয়র ডাক্তারদের লাগাতার হুমকি হুমায়ুনের, সুপ্রিম কোর্টে 'নালিশ', শুনেই কী বললেন তৃণমূল বিধায়ক?

সেই ছবিতে নারীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গুলাব গ্যাং নামে গোলাপি শাড়ি পরিহিত একদল মহিলা রুখে দাঁড়িয়ে ছিলো। পিছু হটে ছিলো অত্যাচারীরা। কেউ কেউ মনে করেন সেই থেকে গুলাব অর্থাৎ গোলাপি রং বা ইংরেজি তে পিঙ্ক সম্ভবত মহিলাদের প্রতিবাদের রং হয়ে ওঠে। সম্প্রতি চুঁচুড়ার রবীন্দ্রভবনে এক সরকারি অনুষ্ঠানের মাধ্যমে এই বাহিনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি।

আরও পড়ুন- Suvendu Adhikari: 'মমতা ব্যানার্জিই সমস্যার মূল কারণ', সাগর দত্তের ঘটনায় মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ বিরোধী দলনেতার

Women safety Chandannagar police Hooghly hooghly news
Advertisment