/indian-express-bangla/media/media_files/2025/01/30/u6D0xXHszbp05Ln1LCv3.jpg)
CBI: প্রতীকী ছবি।
বেলেঘাটায় BJP কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় এবার চাঞ্চল্যকর মোড়। কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI-এর দেওয়া চার্জশিটে এল তৃণমূলের দাপুটে বিধায়ক পরেশ পালের নাম। বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের মদতেই বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুন করা হয়েছিল বলে শুরু থেকে অভিযোগ তুলে আসছিল নিহতের পরিবার। এবার সেই পরেশ পালের নাম সিবিআই চার্জশিটে। পরেশ পাল ছাড়াও ওই এলাকারই দুই তৃণমূল কাউন্সিলরের নামও রয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার চার্জশিটে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন কলকাতার বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। বেপরোয়া সেই হামলায় মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। পরবর্তী সময়ে এই মামলার তদন্তভার যায় CBI-এর হাতে।
টানা চার বছর ধরে মামলা চালিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। এর আগে এই মামলায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সল্টলেকে সিজিও কমপ্লেক্সের দফতরে ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল বিধায়ক পরেশ পালকে। সম্প্রতি এই মামলায় বড়সড় গ্রেফতারিও হয়েছে।
সিবিআই গ্রেফতার করেছে এই খুনে অন্যতম প্রধান অভিযুক্ত অরুণ দে-কে। তার নামে ৫০ হাজার টাকা পুরস্কার পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। এবার অভিজিৎ সরকার খুনে সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটে উঠে এল বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের নাম। বিধায়কের পাশাপাশি এলাকার দুই তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষেরও নাম রয়েছে সিবিআইয়ের ওই চার্জশিটে। জানা গিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার জমা করা চার্জশিটে মোট ১৮ জনের নাম রয়েছে।
আরও পড়ুন- weekend trip: বর্ষায় কলকাতার কাছের এই সমুদ্র পাড়ের অনিন্দ্যসুন্দর রূপ লজ্জায় ফেলে সুন্দরী রমণীদেরও