West Bengal News Updates: 'এই হিংসা শুধু তৃণমূলের জল্লাদরাই করতে পারে', তামান্না খুনে অধীরের নিশানায় শাসকদল

West Bengal News Updates Today 02 July 2025: বুধবার সকাল থেকে দিনভর রাজ্য তথা দেশের সব বড় খবরের আপডেট পড়ুন লাইভে। আজ দিনভর কোথায় কী হল, কী হচ্ছে আর কী হবে সমস্ত আপডেট পেয়ে যান এক ক্লিকে।

West Bengal News Updates Today 02 July 2025: বুধবার সকাল থেকে দিনভর রাজ্য তথা দেশের সব বড় খবরের আপডেট পড়ুন লাইভে। আজ দিনভর কোথায় কী হল, কী হচ্ছে আর কী হবে সমস্ত আপডেট পেয়ে যান এক ক্লিকে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Adhir on Pahalgam attacks

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

West Bengal News Updates:নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে চ্ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ছোট্ট তামান্না খাতুনের শরীর। তৃণমূলের বিজয় মিছিল থেকে সকেট বোমা ছোঁড়া হয়েছিল বলে অভিযোগ। বুধবার তামান্নাদের বাড়িতে গিয়েছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তামান্নার বাবা-মাকে সমবেদনা জানানোর পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রাক্তন সাংসদ। বছর দশকের তামান্না খাতুন খুনে এখনও পর্যন্ত ৯ জন গ্রেফতার হয়েছে। এদিন তামান্নাদের বাড়িতে গিয়ে অধীর চৌধুরী বলেন, "এই ধরনের হিংসা শুধুমাত্র তৃণমূলের জল্লাদরাই করতে পারে। রাজ্যে আইনের শাসন নেই, চলছে তৃণমূলের গুন্ডারাজ।" 

Advertisment

আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করবে BJP যুবমোর্চা। বুধবার কসবার ল' কলেজের সামনে প্রতিবাদ মঞ্চ থেকে এই ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন, "২১ জুলাই শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করবে বিজেপি যুবমোর্চা। মমতার চোরেরা ডিম ভাত খেতে কলকাতায় আসবে। আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তরকন্যা নাড়াব। দক্ষিণবঙ্গও যাবে। নিজের খরচে যাবে।" এরই পাশাপাশি আরজি করের নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী ৯ অগাস্ট আরজি করের ঘটনার বর্ষপূর্তিতে নির্যাতিতা নিহত তরুণীর বাবা-মাকে নবান্ন অভিযানে সামিলের আবেদন জানাবেন বিরোধী দলনেতা। 

কসবা থানার হাত থেকে কসবা গণধর্ষণ কান্ডের তদন্তভার গেল লালবাজারের কাছে। ইতিমধ্যে কসবা কাণ্ডে সিট গঠন করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। কসবা গণধর্ষণের ঘটনায় এবার লাল্বাজারের গোয়েন্দাদের তদন্তে সাহায্য করবেন সিটের আধিকারিকরা। কসবা গণধর্ষণের ঘটনায় রোজই সামনে আসছে হাড়হিম তথ্য। 

Advertisment

কতটা জোরে শব্দ হতে পারে মৃত্যুর কারণ? ভয়ঙ্কর এই তথ্য জানেন না ৯৯% মানুষই

চাকরি ফেরতের দাবিতে এবার 'নবান্ন অভিযান'। আগামীকাল অচল হওয়ার সম্ভাবনা তিলোত্তমা কলকাতার। নবান্ন অভিযান ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। আগামীকাল চাকরিহারা শিক্ষা কর্মীদের একাংশ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আজ SSC ভবন অভিযান চাকরিহারাদের। চাকরি ফিরে পাওয়ার দাবিতে পথে নেমেছেন যোগ্য গ্রুপ-সি, গ্রুপডি কর্মীরা। একদিকে আইনি লড়াই, অন্যদিকে পথে নেমে প্রতিবাদ দুপথেই চলছে চাকরি ফিরে পাওয়ার লড়াই। যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতেই তাঁদের এই আন্দোলন বলে জানিয়েছেন চাকরিহারাদের একাংশ। চাকরিহারাদের অভিযোগ, সরকারের দুর্নীতির কারণে তাঁদের চাকরি গিয়েছে। 

উত্তাল হবে সমুদ্র, ভয়ঙ্কর বৃষ্টি রাজ্যের জেলায় জেলায়, তুমুল দুর্যোগের বিরাট সতর্কবাণী হাওয়া অফিসের

 

  • Jul 02, 2025 21:01 IST

    West Bengal News Live Updates:নামজাদা স্কুলের শিক্ষিকা গ্রেফতার

    গত বছরের জানুয়ারি থেকে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মুম্বই পুলিশ গত সপ্তাহে শহরের একটি নামী স্কুলের ৪০ বছর বয়সী এক মহিলা শিক্ষিকাকে গ্রেফতার করেছে। ওই শিক্ষিকার এক বন্ধু, যিনি তাকে সাহায্য করেছিলেন বলে জানা গেছে, তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন- sexually assaults:হাঁটুর বয়সী ছাত্রকে শারীরিক সম্পর্কে বাধ্য করানোর অভিযোগ, শহরের নামজাদা স্কুলের শিক্ষিকা গ্রেফতার



  • Jul 02, 2025 20:41 IST

    West Bengal News Live Updates:প্রৌঢ়কে খুনের অভিযোগে পুলিশের বিরুদ্ধেই

    পুলিশ ও শ্যালকদের বিরুদ্ধে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে। এমনই অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের মল্লারপুরের মাঠমহুলা গ্রামের নাপিতপাড়ায়। মৃতের আত্মীয়দের দাবি, পুলিশ এবং মৃতের শ্যালকরা খুন করে ঝুলিয়ে দিয়েছে ওই ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম প্রশান্ত ভাণ্ডারী (৫৮)। 

    বিস্তারিত পড়ুন- Birbhum News: দাম্পত্য অশান্তিতে থানার হস্তক্ষেপ, প্রৌঢ়কে খুনের অভিযোগে পুলিশের বিরুদ্ধেই



  • Jul 02, 2025 19:09 IST

    West Bengal News Live Updates: ফের বিক্ষোভের মুখে সুকান্ত

    বজবজে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এবার এই কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব। স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট তলবের নির্দেশ লোকসভার সচিবালয়ের। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। SP, SDPO-এর ভূমিকা নিয়ে প্রশ্ন। গোটা ঘটনায় এর আগে লোকসভার স্পীকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেদিনের সেই ঘটনা সংসদের মর্যাদার লঙ্ঘন বলে উল্লেখ করে লোকসভা স্পিকার ওম বিড়লাকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি গোটা ঘটনাকে ‘parliamentary privilege’-এর লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন সুকান্ত। তিনি ‘X’-এ লেখেন—“পুলিশ কোনও প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়নি। হামলার সময়ও পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল।”



  • Jul 02, 2025 16:57 IST

    West Bengal News Live Updates:দুর্ঘটনায় দুই পুলিশকর্মীর মৃত্যু

    নাইট পেট্রোলিংয়ের সময় পুলিশের গাড়িতে ডাম্পারের ধাক্কায় বিরাট বিপত্তি। হলদিয়ার দিক থেকে বেপোরোয়া গতিতে আসা পণ্যবোঝাই ডাম্পারটি পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। ছিটকে পাশের নয়ানজুলিতে পড়ে যায় পুলিশের গাড়িটি। গুরুতর জখম তিন পুলিশকর্মীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় দুই পুলিশ কর্মীর। 



  • Jul 02, 2025 15:06 IST

    West Bengal News Live Updates:বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার

    বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার যুবক। রাজারহাট থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার। ইমরান মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভাঙড় এলাকার বাসিন্দা ধৃত যুবক কর্মসূত্রে রাজারহাট থানা এলাকার লাউহাটিতে থাকতেন। সেই সূত্রেই লাউহাটি এলাকার ২৬ বছরের তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইমরান ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ। এরপর তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। তরুণীর অভিযোগের ভিত্তিতে ইমরানকে রাজারহাট থানার পুলিশ গ্রেফতার করেছে। 



  • Jul 02, 2025 15:03 IST

    West Bengal News Live Updates:রাজারহাটে গাড়ি ভাঙচুর

    রাজারহাট চৌমাথায় একটি চারচাকা গাড়ি ভাঙচুরের অভিযোগে উত্তেজনা ছড়ায়। বাঁশ, লাঠি ও ইট দিয়ে ভাঙচুর করা হয় গাড়িটি। এই ঘটনায় গ্রেফতার ৭। পুলিশ সূত্রে খবর, ধৃতদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় গাড়িটি বেশ কয়েকদিন আগে রায়গাছি এলাকা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে ধাক্কা মারে। এলাকার মানুষ গাড়িটিকে আটকানোর চেষ্টা করলেও গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যায়। এলাকার মানুষ সেই গাড়িটির ছবি মোবাইল বন্দি করে। গতকাল ওই গাড়িটিকে আবার দেখা যায় রাজারহাট জগারডাঙ্গা এলাকায়। সেই সময় স্থানীয়রা সেই গাড়িটিকে থামিয়ে ভাঙচুর করার চেষ্টা করে এরপর সেই গাড়িটি কোনওভাবে রাজারহাট চৌমাথায় ট্রাফিক বুথের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে ধাওয়া করে গিয়ে ৫০-৬০ জন গাড়িটিতে ভাঙচুর করে।



  • Jul 02, 2025 15:01 IST

    West Bengal News Live Updates: 'আরজি কর কাণ্ড ঘটিয়ে দেব', আত্মঘাতী কিশোরের মাকে হুমকি

    কিছুদিন আগেই পাঁশকুড়ায় এক নাবালকের বিরুদ্ধে চিপস চুরির অভিযোগকে কেন্দ্র করে তার আত্মহত্যার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্যে। পুলিশও শেষমেশ এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেফতার করে। তবে শুভঙ্করের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন মৃত বালকের মা। শুধু তাই নয়, মামলা তোলা না হলে তাকে প্রাণে মারার হুমকি ও তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। 

    বিস্তারিত পড়ুন- Panskura:'আরজি কর কাণ্ড ঘটিয়ে দেব', পাঁশকুড়ায় চিপস-চুরির অপবাদে আত্মঘাতী কিশোরের মাকে হুমকি



  • Jul 02, 2025 13:17 IST

    West Bengal News Live Updates: পুলিশের পোশাক পড়ে ঘোরাঘুরি , সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট, অবশেষে গ্রেফতার যুবক

    পুলিশ কনেস্টেবলের পোশাক বানিয়ে সেই পোশাক পড়ে বিভিন্ন যায়গায় ঘোরাঘুরি করত যুবক। নিজেকে এলাকায় পুলিস বলে পরিচয় দিত। পুলিশের পোশাক পরে বিভিন্ন ধরনের ছবি তুলে সোস্যাল মিডিয়া পোস্ট করত। অবশেষে পুলিশের জালে ভুয়ো পুলিশ কনেস্টেবল। মঙ্গলবার তাকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অঙ্কিত ঘোষ। বাড়ি গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গী এলাকায়। 



  • Jul 02, 2025 13:16 IST

    West Bengal News Live Updates:রাজ্য মহিলা কমিশনের সামনে বিক্ষোভ

    রাজ্য মহিলা কমিশনের সামনে বিক্ষোভ।  বিজেপি যুব মোর্চার বিক্ষোভে ধুন্ধুমার রাজপথ। নারী সুরক্ষা অন্ধকারে। তাই লন্ঠন হাতে প্রতীকী প্রতিবাদে সামিল। কোথায় রাজ্য মহিলা কমিশনের চেয়ার পার্সন? প্রশ্ন বিজেপির যুবমোর্চা। লীনা গঙ্গোপাধ্যায়ের মুখে পুলিশের প্রশংসা। ক্যাম্পাসে গণধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য সেখানে নিরুত্তাপ রাজ্য মহিলা কমিশন, অভিযোগ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন।  



  • Jul 02, 2025 12:09 IST

    West Bengal News Live Updates: বছর পনেরোর এক কিশোরীকে যৌন হেনস্থার ভয়ঙ্কর অভিযোগ


    কসবা কান্ডের মাঝে বছর পনেরোর এক  কিশোরীকে যৌন হেনস্থার ভয়ঙ্কর অভিযোগ। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরপগনার গাইঘাটা থানা এলাকায়। রাতে ওই নাবালিকার পরিবার গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 



  • Jul 02, 2025 12:08 IST

    West Bengal News Live Updates: হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে

    কলকাতায় থাকাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার এক নামি হাসপাতালে। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলার পর চিকিৎসকদের পরামর্শে  দিল্লির AIIMS হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। জানা যায় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিসে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। শনিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবশেষে মঙ্গলবার রাত আটটা নাগাদ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তবে সূত্রের খবর, এখনই তিনি কলকাতায় ফিরছেন না। থাকবেন দিল্লির বাসভবনে। 



  • Jul 02, 2025 12:08 IST

    West Bengal News Live Updates: বঙ্গ বিজেপিতে বিরাট রদবদল?

    সামনেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার আগেই বঙ্গ বিজেপিতে বিরাট রদবদল? নতুন সভাপতির নাম ঘোষণা এই সপ্তাহেই? শমীক-নাড্ডা সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে রাজ্য-রাজনীতিতে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি রাজ্য ইউনিটে বিরাট রদবদলের সম্ভাবনা। দলের কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে জানা যাচ্ছে, এই সপ্তাহেই নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। শমীক ভট্টাচার্যের দিল্লি সফর ও জেপি নাড্ডার সাথে বৈঠক সেই জল্পনাকে আরও জোরালো করেছে। তবে সব জল্পনার অবসান ঘটতে চলেছে ৩ জুলাই। কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সংবর্ধনা অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হতে পারে নতুন রাজ্য সভাপতির নাম।



  • Jul 02, 2025 08:21 IST

    West Bengal News Live Updates: বিরাট দুর্ঘটনা মৃত্যু

    নাইট পেট্রোলিংয়ের সময় পুলিশের গাড়িতে ডাম্পারের ধাক্কা।  হলদিয়ার দিক থেকে বেপোরোয়া গতিতে আসা পণ্যবোঝাই ডাম্পারটি পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। ছিটকে পাশের নয়ানজুলিতে পড়ে পুলিশের গাড়িটি। গুরুতর জখম তিন পুলিশ কর্মীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ২ পুলিশ কর্মীর। এই ঘটনায় ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য। শুরু হয়েছে তদন্ত।  



  • Jul 02, 2025 08:16 IST

    West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুকান্ত

    বিগত কয়েক মাসে রাজ্যের নানা প্রান্তে প্রতিবাদ কর্মসূচীতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদাকে বারবার পুলিশি হেনস্থার সম্মুখীন হতে হয়েছে। এর বিরুদ্ধে তিনি চিঠিও লেখেন কলকাতা পুলিশের কমিশনারকে। কিন্তু কলকাতা পুলিশ কমিশনারের তরফে সেই চিঠির কোন উত্তর দেওয়া হয়নি। পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে এবং বাংলার বিরোধী রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় মন্ত্রী। 



bjp Abhijit Ganguly news of west bengal