মহানবমীতে সামান্য স্বস্তি দিয়ে রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রন্ত হয়েছেন ৪,১২৭ জন। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সর্বাধিক সংক্রমিত হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার মানুষ। ৯১৫ জন গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। সেখানে সংক্রমিত ৯১০ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৪৯,৭০১ জন।
স্বাস্থ্য দফতরের হেলথ বুলেটিন বলছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৮৫৭ জন। সেখানে আবার প্রথম স্থানে রয়েছে কলকাতা। ৯৫৪ জন তিলোত্তমার বাসিন্দা করোনাকে জয় করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখনও পর্যন্ত রাজ্যে ৩,০৬,১৯৭ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬০ জনের। যার মধ্যে ১৮ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এর পরেই রয়েছে কলকাতা। রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৬,৪৮৭ জন।
আরও পড়ুন মেঘাচ্ছন্ন আকাশে কাটল দুর্যোগ, নবমী-দশমী বৃষ্টিহীন
পুজোর মুখে মনে করা হচ্ছিল, সংক্রমণ-সুনামি হতে পারে। সঠিক সময়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়ে রাজ্যের সব পুজো মণ্ডপে দর্শনার্থী ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। তাও মানু। রাস্তায় বেরিয়ে প্যান্ডেলের সামনে ভিড় করছিলেন। যেমনটা মনে করা হচ্ছিল, এখনও সংক্রমণের ভয়ঙ্কর রূপ দেখা যায়নি। তবে পুজোর পর কী পরিস্থিতি থাকে এখন সেটাই দেখার। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪২,৫৩৪ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ৪২,৯৮,৩৩৯ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন