Bengal Coronavirus Update: আট হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

Bengal Coronavirus Update: একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৬ হাজারেরও বেশি মানুষ।

Bengal Coronavirus Update: একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৬ হাজারেরও বেশি মানুষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Coronavirus, Covid Test

কলকাতার একটি স্বাস্থ্যকেন্দ্রে কোভিড টেস্ট চলছে। এক্সপ্রেস ফাইল ফটো- পার্থ পাল

Bengal Coronavirus Update: রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে একধাক্কায় অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ। কিন্তু মৃত্যু এখনও একশোর উপরে। গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৭,৬৮২ জন। তবে একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৬ হাজারেরও বেশি মানুষ। রাজ্যে ঊর্ধ্বমুখী করোনায় সুস্থতার হার।

Advertisment

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় সর্বাধিক সংক্রমিত হয়েছেন। এই জেলায় আক্রান্ত ১,৬৬৪ জন। এরপরেই কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন। অনেক দিন পরে শহরে দৈনিক সংক্রমণ অনেকটাই কমল। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লক্ষ ১৯ হাজার ১৩০।

আরও পড়ুন এবার মালদহে গঙ্গায় ভেসে উঠল জোড়া দেহ, UP-Bihar যোগ খতিয়ে দেখছে পুলিশ

সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। গতকালের তুলনায় বেড়েছে সংখ্যাটা। এর মধ্যে ২৮ জন উত্তর ২৪ পরগনা জেলার। এরপরেই রয়েছে কলকাতা। শহরে একদিনে মৃত্যু হয়েছে ২৩ জনের। সবমিলিয়ে রাজ্যে করোনা মৃত্যু বেড়ে হল ১৬ হাজার ১৫২।

Advertisment

আরও পড়ুন Yaas-এ ঠিক কতটা বিপর্যস্ত বাংলা? ঘুরে দেখতে দল পাঠাচ্ছেন অমিত শাহ

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ১৪৬ জন। এখনও রাজ্যে মোট সুস্থ হয়েছেন ১৩ লক্ষ ৫৮ হাজার ৫৩৭ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৭৩ শতাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal coronavirus