CPIM suspends Tanmay Bhattacharya: মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল সিপিএম। রবিবার সন্ধেয় এই সিদ্ধান্তের কথা জানান দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পাশাপাশি তিনি এও জানান, তন্ময়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত করবে দল। যত দিন তদন্ত চলবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়। পরে তদন্ত কমিটি যে সুপারিশ করবে সেই মতো পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন সেলিম।
রবিবার দুপুরে এক মহিলা সাংবাদিক ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, সকালে তিনি তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। সেইসময় তন্ময় তাঁর কোলে বসে পড়েন তিনি অভিযোগ করেন। সেই ফেসবুক লাইভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যার জেরে চরম অস্বস্তির মধ্যে পড়ে সিপিএম।
পরে সাংবাদিক বৈঠক করে সেলিম জানান, 'বিকেলে ঘটনার কথা জানতে পেরেছি। এক মহিলা সাংবাদিক তন্ময়ের আচরণে ক্ষুব্ধ। কোন ছোঁয়া সাধারণ কোনটা খারাপ, তা মেয়েরা খুব ভাল করে বুঝতে পারেন। এই ধরনের অভিযোগ এলে দল হিসাবে সিপিএম গুরুত্ব সহকারে দেখে। তন্ময় গর্হিত কাজ করেছে। দল কোনওভাবেই সমর্থন করে না। কেউ এটাকে ভাল চোখে দেখবেন না। আমরা এগুলোকে ক্ষমার চোখে দেখি না।'
সেলিম আরও জানান, 'আমাদের দলে ইন্টার্নাল কমপ্লেন কমিটি আছে। তারও একটি পদ্ধতি আছে। কিন্তু তার জন্য সময় লাগে। তাই তার আগেই আমরা তন্ময়কে সাসপেন্ড করব। কতদিনের সেটা দেখতে হবে। তদন্ত কমিটি যে প্রস্তাব দেবে সেটাকেই আমরা গ্রহণ করব।' দলীয় সূত্রে খবর, এর আগেও বহুবার তন্ময়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সেগুলির সঙ্গে এই অভিযোগও খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন 'কেন্দ্রের পাঠানো টাকা তৃণমূল নেতাদের পকেটে যায়', ২০২৬-এ বাংলায় পরিবর্তনের ডাক শাহের
কী সাফাই দিয়েছেন তন্ময় ভট্টাচার্য?
হেনস্থার অভিযোগ নিয়ে তন্ময় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমি স্বভাবগত ভাবেই সকলের সঙ্গে ইয়ার্কি করি। এর আগে মেয়েটি অন্তত দশবার আমার সাক্ষাৎকার নিয়েছে। ওঁর সঙ্গে আমি এর আগেও ইয়ার্কি করেছি। কিন্তু আজকে হঠাৎ করে কী হল আমি জানি না।' তন্ময়ের অভিযোগ, ওই মহিলা সাংবাদিক কোনও রাজনৈতিক চাপে পড়ে এই চক্রান্ত করেছেন।