Amit Shah: রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (By-Election) আগে বঙ্গ সফরে এসে ফের একবার তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে তুলোধোনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় (Bongaon) সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন শাহ। সেই সঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বঙ্গে পরিবর্তনের ডাক মোদীর প্রধান সেনাপতির।
বাংলায় পরিবর্তনের ডাক অমিত শাহের!
একুশেও তোড়জোড় কম ছিল না। বঙ্গে ক্ষমতা দখলের লক্ষ্যে ঝাঁপিয়েছিল গেরুয়া ব্রিগেড। যদিও মোদী-শাহের সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল BJP। ২০২৬ সালে আবারও একটি বিধানসভা নির্বাচন আসতে চলেছে বঙ্গে। সেই নির্বাচনে তৃমমূলকে উৎখাতের ডাক অমিত শাহের। তিনি এদিন বলেন, "২০২৬-এ বাংলায় পরিবর্তন আনুন। অনুপ্রবেশ রুখে দেবে বিজেপি। অনুপ্রবেশ বন্ধ হয়ে গেলেই বাংলায় শান্তি ফিরবে।"
তৃণমূলকে তুলোধোনা!
এর আগেও তৃণমূলকে তীব্র আক্রমণ শানাতে শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এবার বনগাঁর সরকারি মঞ্চ থেকে ফের একবার তুমুল সমালোচনা জোড়াফুলের। রাজ্যের শাসকদলকে ফের একবার আক্রমণ শানিয়ে অমিত শাহ এদিন বলেন,"উন্নয়নই মোদী সরকারের (Modi Govt) একমাত্র লক্ষ্য। বাংলার উন্নয়নের লক্ষ্যে টাকা পাঠায় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় প্রকল্পের টাকা মানুষ পান না, সেই টাকা যায় তৃণমূল নেতাদের পকেটে।"
উল্লেখ্য, রবিবার একাধিক কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে নেমে সেখান থেকে তিনি সোজা চলে যান পেট্রাপোলে। টার্মিনাল টু এবং মৈত্রী দ্বারের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের দাবি ২০১৬-১৭ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পরপরই পেট্রাপোল বন্দর দিয়ে ১৮ হাজার কোটি টাকার ব্যবসা হতো। ২০২৩-২৪ আর্থিক বছরে সেই ব্যবসার পরিমাণ ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।