IMD Weather Update Today April 6: চৈত্রে অস্বস্তিকর গরমের দাপটে ত্রাহি ত্রাহি রব বাংলা জুড়ে। কবে মিলবে মুক্তি? রবিবার রাজ্যে আবহাওয়ার বিরাট বদল। দুপুর গড়াতেই ঝেঁপে বৃষ্টি রাজ্যের জেলায় জেলায়। জানুন লেটেস্ট ওয়েদার আপডেট।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অংশে আজ বিকেলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
আজ রবিবার সকালের দিকে মূলত রোদ ঝলমলে আকাশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে অস্বস্তি। বিকেলের দিকে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ডিগ্রি সেলসিয়াসেরর কাছাকাছি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়বে। আজ শহর কলকাতায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের পর থেকে আকাশ মেঘলা থাকবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদাতে বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে এই জেলাগুলিতে আরও বাড়বে বৃষ্টির সম্ভাবনা।