/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Mango.jpg)
Malda Mango: দিল্লি মাতাচ্ছে বাংলার আম।
Bengal Mango Fair and Handloom Handicraft Expo 2024: রাজধানী দিল্লিতে শুরু হয়েছে আমের মেলা। এই মেলা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। দিল্লির বুকে বাংলার এই আমের মেলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে খোলা হয়েছে মালদার আমের স্টল। মালদা জেলা বরাবরই আমের জন্য জগৎ বিখ্যাত। দিল্লিতে এই মেলার স্টলে মিলছে মালদার বিখ্যাত ল্যাংড়া, লক্ষণভোগ-সহ বিভিন্ন প্রজাতির আম।
দিল্লির হ্যান্ডলুম হাটে এই আম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার উজ্জয়িনী দত্ত, মালদা মাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রাজধানীর বুকে এমন দারুণ এক উদ্যোগ নেওয়ায় খুশি সেখানকার বাঙালি সমাজ।
মেলা শুরুর দিনেই তাঁদের উপস্থিতি চোখে পড়েছে। বেনজির এই উদ্যোগের জেরে বাংলার আম গোটা দেশে আরও বেশি জনপ্রিয় হবে বলে আশাবাদী তাঁরা।
আম মেলা প্রসঙ্গে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদার আম বাজারজাত করার জন্য এবং পশ্চিমবঙ্গের যাঁরা হস্তশিল্পী আছেন তাঁদের উৎপাদিত জিনিসপত্রের বিপণনের জন্য এই উদ্যোগ নেওয়া হয়। মালদার জগৎ বিখ্যাত তিন প্রজাতির আম এখানে রয়েছে। প্রথম দিনেই এই আমের মেলায় ব্যাপক সাড়া মিলেছে।"