Malda Death : পেটের তাগিদে ভিনরাজ্যে গিয়ে হাড়হিম পরিণতি বাংলার শ্রমিকের, কাহিনীতে গায়ে কাঁটা দেবে

Malda Death : প্রতিদিনের মতো সোমবারও সেখানে বিদ্যুতের হাই টেনশন টাওয়ারের মাথায় উঠে কাজ করছিলেন তাঁরা। কাজ করার সময় হঠাৎই দুমড়ে মুচড়ে ভেঙ্গে পড়ে টাওয়ারটি।

Malda Death : প্রতিদিনের মতো সোমবারও সেখানে বিদ্যুতের হাই টেনশন টাওয়ারের মাথায় উঠে কাজ করছিলেন তাঁরা। কাজ করার সময় হঠাৎই দুমড়ে মুচড়ে ভেঙ্গে পড়ে টাওয়ারটি।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladeshi singer ratul son of jasim passed away today

পেটের তাগিদে ভিনরাজ্যে গিয়ে হাড়হিম পরিণতি বাংলার শ্রমিকের

Malda Death :  রাজস্থানের বিদ্যুতের হাই টেনশন টাওয়ারের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল মালদার এক শ্রমিকের।  জখম হয়েছেন ৫ জন। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে রাজস্থানের শিকর জেলার পলসানা এলাকায়। আর এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই শোকের ছায়া নেমে এল মালদার ইংরেজবাজার থানার মিল্কী এবং শোভানগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। 

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মৃত শ্রমিকের নাম সামিউল শেখ (২০), সফিকুল শেখ (৩৫), মিঠুন খান (২৬) এবং শোভানগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রাসেল শেখ (৩৫), হেলু শেখ (২৮) ও মনিরুল শেখ (২৬)। মৃত যুবকের বাড়ি ইংরেজবাজারের মিল্কি এলাকায়। বাকি আহতদের বাড়ি শোভানগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত এক মাস আগে ভিন রাজ্য  টাওয়ারের কাজে পাড়ি দিয়েছিলেন ইংরেজবাজারের ওই দিনমজুরেরা।  

বাহিনীতে ফিটনেসে অভাব অতীত, অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে আরও 'ফিট' থাকার লক্ষ্যে বিরাট ভাবনা

Advertisment

প্রতিদিনের মতো সোমবারও সেখানে বিদ্যুতের হাই টেনশন টাওয়ারের মাথায় উঠে কাজ করছিলেন তাঁরা। কাজ করার সময় হঠাৎই দুমড়ে মুচড়ে ভেঙ্গে  পড়ে টাওয়ারটি। সেখানে ঘটনাস্থলেই মৃত্যু হয় সামিউল শেখ নামে এক পরিযায়ী শ্রমিকের। ঘটনায় আহত হন সঙ্গে থাকা আরো ৫ পরিযায়ী শ্রমিক। 

ঘটনার খবর গ্রামে এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার সহ গোটা গ্রামে। এদিকে এই ঘটনার খবর পেয়ে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মালদা জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী এবং ইংরেজ বাজার মহিলা তৃণমূল সভানেত্রী সুলতানা সাবানা ইয়াসমিন। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান তারা।পাশাপাশি মৃত দেহ গ্রামে ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলেন এবং মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে সমস্ত রকম সরকারি আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তাঁরা।

Malda Migrant labour