FiTCOP Series West Bengal Police : বাহিনীতে ফিটনেসে অভাব অতীত, অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে আরও 'ফিট' থাকার লক্ষ্যে বিরাট ভাবনা

FiTCOP Series West Bengal Police : অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে আরও শক্তিশালী হওয়ার লক্ষ্যে বিরাট ভাবনা রাজ্য পুলিশের। পুলিশের চাকরিতে শারীরিক ভাবে কতটা সক্ষম থাকতে হয় সেটা অধিকাংশেরই জানা। তবে চাকরি পাওয়ার কিছু বছর পর বেশিরভাগের মধ্যেই ফিটনেসে অভাব লক্ষ্য করা যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Cops fight crime of corpulence

বাহিনীতে ফিটনেসে অভাব অতীত, অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে আরও 'ফিট' থাকার লক্ষ্যে বিরাট ভাবনা

FiTCOP Series West Bengal Police : অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে আরও শক্তিশালী হওয়ার লক্ষ্যে বিরাট ভাবনা রাজ্য পুলিশের। পুলিশের চাকরিতে শারীরিক ভাবে কতটা সক্ষম থাকতে হয় সেটা অধিকাংশেরই জানা। তবে চাকরি পাওয়ার কিছু বছর পর বেশিরভাগের মধ্যেই ফিটনেসে অভাব লক্ষ্য করা যায়। তবে সেই ফিটনেস যে পুলিশের চাকরিতে প্রতি মুহূর্তে বজায় রাখা যে কতটা জরুরি সেই লক্ষ্যেই ছড়িয়ে দেওয়া হয়েছে ফিটনেস নিয়ে সচেতনতার এক বড় বার্তা।  

Advertisment

 গত বছর বাহিনীর ফিটনেস বজায় রাখতে বিশেষ উদ্যোগ নেয় বনগাঁ পুলিস। স্বাস্থ্য এবং ফিটনেসের প্রতি বিশেষ নজর রাখার জন্য বিশেষ প্রশংসা এবং নগদ পুরষ্কার ঘোষণার মাধ্যমে বাহিনীর প্রতিটি সদস্যকে শারিরিক ও মানসিক ভাবে আরও বেশি  ফিট রাখতে বিশেষ এই কর্মসূচী নেওয়া হয়। এবার প্রতিটি জেলা বা কমিশনারেট এলাকায় পুলিশকর্মীদের স্বাস্থ্যে বিশেষ যত্ন নিচ্ছে রাজ্য পুলিশ। 

প্রতি জেলা, কমিশনারেট এলাকায় রয়েছে একাধিক অত্যাধুনিক জিম, যেখানে কাজের ফাঁকে যেখানে ঘাম ঝরান বহু পুলিশকর্মী। বাহিনীর কেউ কেউ আবার  শরীরচর্চাকে নিয়ে গিয়েছেন প্যাশনের পর্যায়ে। এমনই কয়েকজন সহকর্মীকে নিয়ে নতুন সিরিজ, FITCOP আনতে চলেছে রাজ্য পুলিশ। 

মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভে'র সঙ্গে তুলনা মমতার! 'হিন্দু ভোটে ভয়', পাল্টা গর্জে উঠলেন শুভেন্দু

Advertisment

অপরাধের বিরুদ্ধে আরও ভালভাবে লড়াই করার জন্য মেদ ঝড়ানোর পাশাপাশি শারীরিক ও মানসিক ভাবে ফিট থাকার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন  বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। ফিটকপের স্থপতি বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার বলেছেন: "মোটা পুলিশ কর্মীদের সাধারণ ভাবে স্মার্ট দেখায় না, তারা ফিটনেসের দিক থেকে শারীরিকভাবে উপযুক্ত নয় এবং একাধিক অসুস্থতায় ভোগে। তাই আমি তাদের স্বাস্থ্য এবং দক্ষতা উন্নত করার জন্য এই উদ্যোগটি শুরু করি।"

বিশ্বব্যাপী পুলিশ অফিসারদের মধ্যে স্থূলতা আজ এক সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যার মধ্যে রয়েছে মানসিক চাপ, অনিয়মিত সময়সূচী, ঘুমের অভাব এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। ২০১৯ সালে, মধ্যমগ্রামে এক সভায় এক অতিরিক্ত ওজনের অফিসারকে দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফিটনেস সংক্রান্ত মেনে চলার পরামর্শ দিয়েছিলেন। পাশাপাশি চলতি মরসুমে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বার্ষিক পুলিশ ক্রীড়া প্রতিযোগিতায় অতিরিক্ত ওজনের পুলিশদের প্রতি তাঁর অসন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদের প্রতিদিন কমপক্ষে দুই ঘন্টা কঠোর ব্যায়াম করার আহ্বান জানান।

police West Bengal