ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র, হোমগার্ডে বদলি আইপিএস ভোলানাথ পাণ্ডেকে

যে তিন আইপিএসকে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র, তাঁদের মধ্য়ে ১ জনকে বদলি করল রাজ্য় সরকার।

যে তিন আইপিএসকে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র, তাঁদের মধ্য়ে ১ জনকে বদলি করল রাজ্য় সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জে পি নাড্ডার কনভয়ে হামলার পরের ছবি।

ক’দিন আগেই বাংলার বুকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয় হামলার ঘটনায় ‘নিরাপত্তায় গাফিলতি’র অভিযোগ তুলে তিন আইপিএসকে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র সরকার। যা ঘিরে রাজ্য়-কেন্দ্র সংঘাত বেধেছিল। যে তিন আইপিএসকে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র, তাঁদের মধ্য়ে ১ জনকে বদলি করল রাজ্য় সরকার।

Advertisment

ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডেকে হোমগার্ডের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। অন্য়দিকে, আইজি (দক্ষিণবঙ্গ) পদে থাকা রাজীব মিশ্রকে এডিজি (দক্ষিণবঙ্গ) পদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ছোট সমস্যা সুরাহায় মমতার নয়া উদ্যোগ, এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির ঘোষণা

Advertisment

উল্লেখ্য়, গত ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবার যাওয়ার পথে নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য়ের তিন আইপিএস আধিকারিককে ডেপুটেশনে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তিন পুলিশ আধিকারিককে সেন্ট্রাল ডেপুটেশনে তলব করা হয়। ভোলানাথ পাণ্ডে, রাজীব মিশ্র ও ডেপুটি আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) প্রবীণ ত্রিপাঠীকে ডেপুটেশনে তলব করা হয়। তবে, তিন আইপিএসকে ছাড়তে রাজি হয়নি নবান্ন। এমনকি, ওই তিন আইপিএসকে পোস্টিংও দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal