রাজ্য় বনাম রাজ্য়পাল সংঘাত যেন থামছেই না। এবার পাহাড় থেকেই বাংলার পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করলেন রাজ্য়পাল জগদীপ ধনকড়়। বর্তমানে দার্জিলিঙে রয়েছেন রাজ্য়পাল। এদিন সেখান থেকেই একের পর এক টুইটে রাজ্য়ে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাজ্য়পাল বলেছেন, পুলিশ-প্রশাসনকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকতে হবে।
মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ট্য়াগ করে টুইটারে ধনকড় এদিন লিখেছেন, ‘‘প্রশাসনিক আধিকারিকদের রাজনৈতিক আনুগত্য় অবৈধ ও অপরাধের সামিল। গণতন্ত্র রক্ষা করতে সংবিধানের অতিরিক্ত কর্তৃত্ব যাঁরা জাহির করেন, তাঁদের ক্ষমতার অলিন্দ থেকে বের করে আনার সময় এসেছে। রাজনৈতিক আনুগত্য়ের টুপি খুলে আইন মতো চললে তবেই তাঁরা রক্ষা পাবেন’’।
আরও পড়ুন: মোদীকে চিঠি মমতার, আলু-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে হস্তক্ষেপের আর্জি
উল্লেখ্য়, এর আগেও একাধিকবার পুলিশ-প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সোচ্চার হতে দেখা গিয়েছে রাজ্য়পালকে। ক’দিন আগেই, রাজ্য়পাল বলেছিলেন, ‘‘রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারবেন না প্রশাসনিক কর্তারা। রাজনৈতিক কর্মীদের মতো আচরণ করতে পারবেন না তাঁরা’’। এরপর আবারও যেভাবে এ বিষয়ে সোচ্চার হতে দেখা গেল ধনকড়কে, তাতে রাজ্য় বনাম রাজ্য়পাল সংঘাতপর্বে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন