Bengal Covid Daily Update: আশঙ্কা সত্যি করে সময় যত গড়াচ্ছে, তত বাড়ছে দৈনিক সংক্রমণ। ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৭০০ পার। একদিনে আক্রান্ত ৭২৬, মৃত ৯। অর্থাৎ সোমবারের বিচারে মঙ্গলবার বেড়েছে সংক্রমণ-মৃত্যু। জানা গিয়েছে, একদিনে সুস্থ হয়েছেন ৭০৫ জন, সুস্থতার হার ৯৮.৩৩%। রাজ্যে এই মুহূর্তে মোট সংক্রমণ ১৫,৮১, ৯৪৬, মোট মৃত্যু ১৮,৯৯৮। সক্রিয় সংক্রমণ ৭৪২৮।
এদিকে, দৈনিক সংক্রমণের নিরিখে এগিয়ে সেই দক্ষিণবঙ্গ। সবচেয়ে বড় উদ্বেগের কারণ কলকাতা এবং লাগোয়া উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে সংক্রমিত ১৮৩ আর উত্তর ২৪ পরগনায় ১০৩। এরপরেই রয়েছে হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া।
পুজো শেষে করোনা স্বস্তি। দেশের দৈনিক কোভিড-গ্রাফ নিম্নমুখী। আরও কমল অ্যাক্টিভ কেস। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯৬ জন। গত ২২১ দিনের মধ্যে এটাই দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। একদিনে দেশে করোনার বলি আরও ১৬৬। তবে সংক্রমণ পরিস্থিতি খানিকটা হলেও নাগালে রয়েছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। গত ২৪ দিন ধরে দেশের দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে রয়েছে।
করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্ক এখনও যায়নি। তবে পরপর বেশ কিছুদিন ধরেই দেশের কোভিড-গ্রাফ স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩১৫। তবে বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ৬৯৪। কমছে করোনা অ্যাক্টিভ কেস। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৫২ হাজার ২৯০। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশের সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.৫৬ শতাংশ। গতকালের চেয়ে এদিন উল্লেখ্যযোগ্যভাবে কমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও।
এই মুহূর্তে দেশে দৈনিক করোনা পজিটিভিটি রেট ১.৩৭ শতাংশ। গত ৪৯ দিন ধরে করোনা পজিটিভিটি রেট তিন শতাংশেরও নীচে রয়েছে। এই মুহূর্তে দেশে দেশে সাপ্তাহিক করোনা পজিটিভিটি রেটও ১.৩৭ শতাংশ। গত ১১৫ দিন ধরে এটিও তিন শতাংশের নীচে রয়েছে। ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ ৩৯ হাজার ৩৩১ জন। এই মুহূর্তে দেশে করোনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।
করোনার প্রথম ধাক্কা সামলে ওঠার পরপরই সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। ২০২০-এর ৭ অগাস্ট দেশের মোট সংক্রমণ ২০ লক্ষের গণ্ডি ছাড়িয়েছিল। সে বছরেরই ২৮ সেপ্টেম্বর দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৬০ লক্ষের গণ্ডি অতিক্রম করে। শেষমেশ গত নভেম্বরের ২০ তারিখ দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যায়। চলতি বছরের জুন মাসে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে যায়।
করেনারা সংক্রমণ এখনও উদ্বেগজনক কেরল, মহারাষ্ট্র-সহ কয়েকটি রাজ্যে। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনার বলি ৭৪। মহারাষ্ট্রেও একদিনে করোনায় মৃত ২৯। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গোটা দেশে এখনও পর্যন্ত ৪ লক্ষ ৫২ হাজার ২৯০ জনের করোনায় মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৭৮৯ জনের। কর্নাটকে এখনও পর্যন্ত করোনার বলি ৩৭ হাজার ৯৪১।
আরও পড়ুন- জঙ্গিদের রশদ সরবরাহের অভিযোগ, মহিলা-সহ আটক ৩
তামিলনাড়ুতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৮৯৯। কেরলে এখনও পর্যন্ত করোনার বলি ২৬ হাজার ৮৬৫। রাজধানী দিল্লিতে করোনা হানায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৮৯। উত্তরপ্রদেশে করোনায় মৃত্যু ২২ হাজার ৮৯৮ জনের। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১৮ হাজার ৯৭৭ জনের করোনায় মৃত্যু হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন