Advertisment

Bengal 'tab scam': মেদিনীপুরের পর মালদা যোগ, ট্যাব কেলেঙ্কারিতে দুরন্ত কায়দায় পুলিশের জালে আরও এক

Bengal 'tab scam': ট্যাব কেলেঙ্কারি নিয়ে গতকালই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে মালদা থেকে গ্রেফতার এক যুবক।

author-image
Madhumita Dey
New Update
tab scam.

ধৃতকে মালদা আদালতে নিয়ে যাচ্ছে সাইবার ক্রাইম থানার পুলিশ।

Bengal 'tab scam': ট্যাব কেলেঙ্কারি নিয়ে গতকালই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে মালদা থেকে গ্রেফতার এক যুবক। অভিযুক্তকে গ্রেফতার করেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। শুক্রবার রাতে বৈষ্ণবনগর থানার তিনশত দীঘি এলাকায় হানা দিয়ে সেরাজুল মিঁয়া নামে এক যুবককে গ্রেফতার করা হয়। 

Advertisment

পুলিশ জানিয়েছে , ধৃতের অ্যাকাউন্টে পড়ুয়াদের ট্যাবের টাকা ঢুকেছিল। মালদার গাজোলের একটি স্কুলের এক পড়ুয়ার দশ হাজার টাকা ঢুকেছিল তার অ্যাকাউন্টে। শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। 

আরও পড়ুন- ভাগ্নির বিয়ে আর দেখা হল না মামার...রোমহর্ষক কাণ্ডে পরপর বীভৎস মৃত্যু!

উল্লেখ্য, এর আগে ট্যাব কেলেঙ্কারিতে মালদা থেকে পাঁচজনকে গ্রেফতার করেছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং একজনকে গ্রেফতার করেছিল পূর্ব মেদনীপুর জেলা পুলিশ। এরা প্রত্যেকেই অন্য জেলার ট্যাব কেলেঙ্কারিতে জড়িত ছিল। তবে এই প্রথম মালদার ট্যাব কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সেরাজুল মিঁয়া বলে পুলিশ সূত্রে খবর।

ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে ইতিমধ্যে রাজ্য জুড়ে ৯৩ টি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি তদন্তে নেমে পুলিশ মোট ১১ জনকে গ্রেফতার করেছে। তদন্তে মহারাষ্ট্র, রাজস্থান এবং ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্যাংগুলির জড়িত থাকার কথা জানতে পেরেছে পুলিশ।

আরও পড়ুন-  উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু, চাঞ্চল্য তুঙ্গে

Scam Tab
Advertisment