Advertisment

West Bengal News : কসবায় কাউন্সিলরকে খুনের চেষ্টা, পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার এক

West Bengal News Updates Today 16 Nov, 2024: ট্যাব কেলেঙ্কারি থেকে শুরু করে লটারি সংস্থার আর্থিক প্রতারণা মামলা, একদিকে ট্যাব দুর্নীতি। একদিকে অপরাধীদের ধরতে তৎপর রাজ্য পুলিশ। অন্যদিকে লটারি দুর্নীতির তদন্তে অভিযানে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার ইডির।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal News Live: পশ্চিমবঙ্গের খবর

News Updates: উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়।

Latest West Bengal News Updates: কলকাতা শহরেই এক তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। শুক্রবার সন্ধ্যেয় কসবায় বাড়ির সামনেই বসেছিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। মোটরবাইকে চেপে আসে দুই দুষ্কৃতী। এক দুষ্কৃতী বাইক থেকে নেমে তার খুব কাছে গিয়ে গুলি করার চেষ্টা করে। তবে সম্ভবত পিস্তলটি 'লক' হয়ে যাওয়ায় গুলি চলেনি। ধাওয়া করে হামলাকারী ওই কিশোরকে ধরে ফেলা হয়। পুলিশ ১৭ বছরের নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার শহর কলকাতার আইনশৃঙ্খলার পরিবেশ নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

Advertisment

কসবায় কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় গলসি থেকে একজনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিস। প্রাথমিকভাবে পুলিস জানতে পেরেছে ধৃতর নাম মহম্মদ ইকবাল। সে ঝাড়খন্ড যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে গলসিতে পুলিস তার গাড়ি আটকায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে কলকাতা পুলিসের বিশেষ তদন্তকারী দলের আধিকারিকরা আসছেন।

ট্যাব কেলেঙ্কারি নিয়ে উত্তাল রাজ্য। ট্যাবের টাকা আত্মসাতের তদন্তে যৌথ নজরদারি দল গঠন করেছে রাজ্য পুলিশ। গতকাল থেকেই পুরোদস্তুর কাজ শুরু করে দিয়েছে সেই টিম। বাংলার ট্যাব কেলেঙ্কারির তদন্ত নেমে ঝাড়খন্ড, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে। ট্যাব কেলেঙ্কারিতে গতকাল পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। গতকাল মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, "আমাদের প্রশাসন অত্যন্ত শক্তিশালী। রাফ অ্যান্ড টাফ। যারা ট্যাবের টাকা পায়নি, তাদের সকলকে টাকা দিয়ে দেওয়া হবে।"

এদিকে, কলকাতায় লটারি কর্তার ফ্ল্যাটে মিলল কোটি-কোটি টাকা। বৃহস্পতিবারের পর শুক্রবারেও দিনভর তল্লাশি অভিযান চলে কলকাতা জুড়ে। দক্ষিণ কলকাতার লেক মার্কেট থানা এলাকায় লটারি সংস্থার এক কর্তার বহুতলের আবাসনের ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। ওই ফ্ল্যাট থেকেই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টাকা গুনতে মেশিন আনা হয়। ফিউচার গেমিং নামে একটি সংস্থার অধীনে বিভিন্ন লটারি রয়েছে। দেশজুড়ে ৬০ হাজার কোটি টাকারও বেশি আর্থিক প্রতারণা হয়েছে।

  • Nov 16, 2024 15:08 IST
    West Bengal News Live: হাসপাতাল থেকে ফিরলেন বিমান বসু

    শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে এবার হাসপাতাল ছেড়ে ফের আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএম সদর কার্যালয়ে ফিরেছেন বিমান বসু। বাড়ি বহু বছর ধরে আলিমুদ্দিন স্ট্রিটের কার্যালয়ই বিমান বসুর ঘর-বাড়ি। এখানেই থাকেন তিনি। চিকিৎসকরা আপাতত তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।



  • Nov 16, 2024 15:03 IST
    West Bengal News Live: শাবকের মৃত্যুতে মা হাতির তাণ্ডব

    ডুয়ার্সের চা বাগানে তাণ্ডব চালালো মা হাতি। চা বাগানের নালায় পড়ে হস্তি শাবকের মৃত্যু, তাতেই প্রবল ক্ষিপ্ত হয়ে ওঠে মা হাতি। বনদফতরের গাড়িতে ভাঙচুর করে সে। রীতিমতো তাণ্ডব শুরু করে দেয় চা বাগান চত্বরে। প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে। হাতির রোষ থেকে কোনওক্রমে পালিয়ে বেঁচেছেন বনদফতরের গাড়ির চালক।



  • Nov 16, 2024 13:43 IST
    West Bengal News Live: হাসপাতালে মর্মান্তিক অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১০ সদ্যজাত'র

    উত্তরপ্রদেশের ঝাঁসির হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের এনআইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ১০ সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে।

    ঝলসে মৃত্যু ১০ সদ্যজাতর



  • Nov 16, 2024 13:28 IST
    West Bengal News Live: ভাইস চেয়ারম্যানের ঝুলন্ত দেহ উদ্ধার

    উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে নিজের বাড়ির চিলেকোঠা থেকে ওই তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, এর আগে দু'দিন তাঁর খোঁজ মিলছিল না। শুক্রবার রাতেই তিনি বাড়িতে ফিরেছিলেন। এরপর শনিবার সকালে বাড়ির চিলেকোঠা থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের পাশে মিলেছে একটি সুইসাইড নোট। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



  • Nov 16, 2024 13:20 IST
    West Bengal News Live: অমিত শাহের চপারে তল্লাশি! কী মিলল?

    অমিত শাহের চপারে তল্লাশি। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের মধ্যেই নির্বাচন কমিশনের কর্মকর্তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপারে তল্লাশি চালিয়েছেন। এরপরই তিনি একটি ভিডিও এবং একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কী লিখেছেন মোদী সরকারের 'সেকেন্ড ইন কমান্ড'? 



  • Nov 16, 2024 12:36 IST
    West Bengal News Live: গরু চুরির বিশাল চক্রের পর্দাফাঁস!

    তবে এবার আর সিবিআই নয়, পূর্ব বর্ধমান জেলা পুলিশ গ্রেফতার করেছে আন্তরাজ্য গরু পাচার চক্রের ৮ পাণ্ডাকে। ধৃত ৮ জনই হরিয়ানার 
    বাসিন্দা। ধৃতদের শুক্রবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

    বিস্তারিত পড়ুন- Kalna News: গোপন খবরে হঠাৎ হানা, পঞ্জাবের ৮ চোরের গ্রেফতারি-গল্প হিন্দি সিনেমাকেও হার মানাবে!



  • Nov 16, 2024 11:50 IST
    West Bengal News Live: হঠাৎ প্রবল কম্পন! আতঙ্কে ঘরছাড়া মানুষজন

    ভূমিকম্পের কবলে গুজরাট। শুক্রবার রাত ১০.১৫ নাগাদ কম্পন অনুভূত হয় আহমেদাবাদ, গান্ধিনগর, মহেসানা-সহ গুজরাটের একাধিক শহরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২।

    ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ১০.১৫ মিনিটে গুজরাটের মহেসানায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার নিচে। যদিও এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণ বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর মেলেনি।



  • Nov 16, 2024 11:49 IST
    West Bengal News Live: চার হাত এক করল রেল!

    বিয়ের লগ্ন পেরনোর আগে আগে কনের বাড়িতে পৌঁছোনো যাবে কিনা তা নিয়ে ঘোর উদ্বেগে পড়ে গিয়েছিলেন বর-পক্ষ। তবে মুশকিল আসান করলেন হাওড়া স্টেশনে থাকা রেলের কিছু আধিকারিক ও কর্মী। তবে তার আগে একেবারে উপর মহল থেকে তাঁদের কাছে এসে পৌঁছোয় স্পষ্ট নির্দেশ। সেই নির্দেশ এসে পৌঁছোতেই জোরদার তৎপরতা নেন হাওড়া স্টেশনের দায়িত্বে থাকা রেলের আধিকারিক-কর্মারা। তড়িঘড়ি করা হয় সব ব্যবস্থা। যার জেরে নির্ধারিত সময়ের আগেই কনের বাড়ি পৌঁছে যায় বর-পক্ষ। 

    বিস্তারিত পড়ুন- Indian Railway: একটু হলে বিয়েটাই ভেস্তে যেত! বর-কনের চার হাত এক করতে অকল্পনীয় কীর্তি রেলের



  • Nov 16, 2024 11:08 IST
    West Bengal News Live:তৃণমূল কাউন্সিলরকে গুলি, আটক ট্যাক্সিচালক

    কসবায় কলকাতার ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চলে গতকাল। সম্ভবত পিস্তলটি 'লক' হয়ে যাওয়ায় প্রাণে রক্ষা পান কাউন্সিলর। অভিযুক্ত দুষ্কৃতীকে গতকাল রাতেই গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এন্টালির এক ট্যাক্সিচালককে আটক করেছে পুলিশ। ওই ট্যাক্সিচালককে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ আটক করেছে।



  • Nov 16, 2024 09:55 IST
    West Bengal News Live: আজ রাতেই বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ

    আজ রাতে বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ (Howrah Bridge)। হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ চলার জেরেই এই সিদ্ধান্ত। শনিবার রাত সাড়ে ১১টা থেকে বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতু। রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত একটানা ৫ ঘণ্টা ধরে বন্ধ রাখা হবে হাওড়া ব্রিজ। এই ৫ ঘণ্টায় বিকল্প পথে গাড়ি চলাচল করবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবা রাত থেকে হাওড়া ব্রিজে গাড়ি চলাচল বন্ধ রাখার কথা শুক্রবারই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছিল। 

    বিস্তারিত পড়ুন- Howrah Bridge: আজ রাতেই বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ, গাড়ি চলাচলের বিকল্প রুট জানুন



  • Nov 16, 2024 09:26 IST
    West Bengal News Live: সপ্তাহ ঘুরলেই ঠান্ডার দুরন্ত মেজাজ?

    ঠাণ্ডার আমেজ রাজ্যজুড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শহর থেকে জেলা, নামতে শুরু করেছে তাপমাত্রা। বেশ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও নামবে। উইকেন্ডে ঠাণ্ডার আমেজ থাকবে রাজ্যজুড়ে। তবে পশ্চিমের জেলাগুতিতে শীতের কামড় বেশি হবে।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: সপ্তাহ ঘুরলেই ঠান্ডার দুরন্ত মেজাজ দেখবে বাংলা? জাঁকিয়ে শীত নিয়ে অবেশেষে বড় আপডেট!



  • Nov 16, 2024 09:23 IST
    West Bengal News Live: 'অ্যাটমবোমা' ফাটাবেন শুভেন্দু?

    ছাত্র-ছাত্রীদের রাজ্য সরকারের দেওয়া ট্যাবের আর্থিক কেলেঙ্কারি একের পর এক জেলায় ছড়িয়ে পড়েছে। এই কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে। ধৃতদের বেশিরভাগই সাইবার ক্যাফের কারবারের সঙ্গে যুক্ত। নিত্যদিন ট্যাবের কেলেঙ্কারিতে নতুন নতুন স্কুলের নাম প্রকাশ পাচ্ছে। তদন্তের জন্য রাজ্য সিট গঠন করেছে। এরই মধ্যে এবার আর এক রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) দুর্নীতি ফাঁস করার কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

    বিস্তারিত পড়ুন- Suvendu Adhikari: 'সাংঘাতিক' তথ্য শুভেন্দুর হাতে? 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে 'অ্যাটমবোমা' ফাটানোর তোড়জোড়!



  • Nov 16, 2024 08:34 IST
    West Bengal News Live: আতঙ্কে স্কুল-মাদ্রাসার ক্লার্করা

    ট্যাব কেলেঙ্কারির খবর সামনে আসতেই ওয়েস্ট বেঙ্গল স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন মালদা শাখার সদস্যরা সাংবাদিক বৈঠক করে দাবি করলেন ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে জালিয়াতিতে যুক্ত নয় তারা। তাঁরা মনে করেন এই পোর্টাল হ্যাক করা হয়েছে। স্কুল শিক্ষা দফতর যখন এই অ্যাপ চালু করে তার কিছুদিন পর তা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে পুনরায় নতুন করে নতুন আইপি নম্বর ও পাসওয়ার্ড দেওয়া হয়। সেই নিয়ম মেনেই তরুণের স্বপ্ন প্রকল্পে নাম নথিভুক্ত করা হয়। এই কেলেঙ্কারিতে শিক্ষা দফতরের কর্তারা জড়িয়ে থাকতে পারেন। এই কেলেঙ্কারি পর্দাফাঁস হতেই আতঙ্কে রয়েছেন তাঁরা। সমাজে সম্মানহানি হয়েছে তাঁদের।



  • Nov 16, 2024 08:29 IST
    West Bengal News Live: 'রাজনীতিতে থাকব কিনা ভাবব'

    গতকাল সন্ধ্যেয় সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচেছেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। কসবার এই দাপুটে তৃণমূল নেতা পরে বলেছেন, "যা ঘটল তাতে ভীষণ হতাশ লাগছে। আমি এই ওয়ার্ডের কাউন্সিলর ১২ বছর ধরে। নিজের পাড়ায় এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে কল্পনাও করিনি। আমার পরিবারের সবাই খুব আতঙ্কে রয়েছে।"



  • Nov 16, 2024 08:23 IST
    West Bengal News Live: শহরে ফের আগুন

    শুক্রবার গভীর রাতে কলকাতার নিমতলা ঘাটের কাছে কাঠের গুদামে বিধ্বংসী আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে খাক হয়ে যায় কাঠের গুদাম। দুর্ঘটনার খবর পেয়ে একে একে সেখানে পৌঁছোয় দমকলের ২০টি ইঞ্জিন। রাতভর ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। শনিবার সকাল পর্যন্তও আগুন পুরোপুরি নেভেনি। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।



news in west bengal West Bengal West Bengal News west bengal latest news
Advertisment