চলতি সপ্তাহে বৃষ্টির হাত থেকে রেহাই নেই। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। তারই জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। সোমবারের পর মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোথাও মাঝারি কোথাও আবার ভারী বৃষ্টি শুরু। দিনভর দফায়-দফায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। উপকূলের জেলগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বৃষ্টি শুরু। বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতাতেও। এদিন কোথাও-কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলের জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির পাশাপাশি এদিন বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন আরও ঘনীভূত হয়েছে। গভীপ নিম্নচাপের জেরেই সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুর্যোগ শুরু। সোমবার দিনভর শহর কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ার পাশাপাশি বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। সোমবারের সেই রেশ অটুট রয়েছে মঙ্গলবারেও। সকাল থেকেই কলকাতা ছাড়াও একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি শুরু।
আরও পড়ুন- Shootout at Kolkata: ৬ ঘণ্টা পর ব্যবসায়ীর শরীর থেকে বেরলো গুলি, দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ
বৃষ্টির হাত থেকে এখনই রেহাই মিলছে না। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আগামী শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সব মিলিয়ে চলতি সপ্তাহের প্রায় সব দিনই কম-বেশি বৃষ্টি চলবে রাজ্যে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন