/indian-express-bangla/media/media_files/2025/08/21/kolkata-weather-2025-08-21-10-16-45.jpg)
জানুন আজকের লেটেস্ট ওয়েদার আপডেট।
IMD Weather Forecast: অলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই নিম্নচাপ ওড়িশা–বাংলা উপকূল সংলগ্ন অঞ্চলে তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর জেরেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত। সোমবার থেকেই উপকূলবর্তী এলাকায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। তবে বিকেলের পর থেকে আকাশ আংশিকভাবে পরিষ্কার হতে শুরু করে। এর মধ্যেই আবহাওয়া দফতর জানাচ্ছে, নতুন নিম্নচাপের জেরে ফের অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে চলেছে। এই কারণে স্বস্তির নিশ্বাস নেই রাজ্যবাসীর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবারও একই ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে, ঝাড়খণ্ড ও সংলগ্ন অঞ্চলে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা উত্তর-পূর্ব মধ্যপ্রদেশে সরে গিয়ে দুর্বল হয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে , নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় বৃষ্টি ও অস্বস্তিকর আর্দ্রতা চলতে থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।