/indian-express-bangla/media/media_files/2025/08/25/maniktala-bus-accident-2025-08-25-15-23-24.jpg)
সপ্তাহের প্রথম দিনেই খাস কলকাতায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা
Kolkata Bus Accident: সপ্তাহের প্রথম দিনেই ভয়ঙ্কর দুর্ঘটনা খাস কলকাতায়। মানিকতলায় পরপর ৫টি গাড়িতে ধাক্কা মিনিবাসের। দুর্ঘটনার অভিঘাতে ফুটপাতে উঠে যায় যায় গাড়িগুলি। ব্যস্ত সময়ে দুর্ঘটনার জেরে ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য। দুর্ঘটনার জেরে কমপক্ষে আহত হয়েছে ৭-৮ জন। আহতদের মানিকতলা ESI হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে নারকেলডাঙা থানার পুলিশ। তবে বাসের চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে চলছে জোর তল্লাশি।
আরও পড়ুন- 'মহাকাশ ভ্রমণ ভাবতেই পারিনি'! স্বপ্ন ছুঁয়ে অভিজ্ঞতা শেয়ার শুভাংশু'র
খাস কলকাতায় ভয়য়ঙ্কর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মিনিবাসের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দ্রুত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার অভিঘাতে গাড়িগুলি কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। আহত হয়েছেন গাড়িতে থাকা সাত থেকে আটজন যাত্রী। তাদের দ্রুত মানিকতলা ইএসআই হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার জেরে ওই অঞ্চলে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যানচলাচল। জানা গিয়েছে ঘাতক বাসটি বাগুইআটি থেকে বিবাদিবাগ রুটের।
আরও পড়ুন- মৃত্যুর কিছুদিন আগেই অভিনেতা চিরঞ্জিতকে ফোন, কী বলেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়? প্রকাশ্যে বড় খবর!
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একটি মারুতি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসটি ব্রেকফেল করে। এরপর পরপর ৫টি গাড়িতে ধাক্কা মারে মিনিবাসটি। বাগমারি ব্রিজের কাছে এই দুর্ঘটনায় স্থানীয় ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরই বাসটির চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি কী দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তল্লাশি শুরু করেছে পুলিশ।