/indian-express-bangla/media/media_files/2025/09/12/cats-2025-09-12-18-30-51.jpg)
ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাঙালি পরিযায়ী শ্রমিকের
ভিনরাজ্যে কাজে গিয়ে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু বাঙালী পরিযায়ী শ্রমিকের। তেহট্টের বেতাই লালবাজার মাঠপাড়া এলাকার বাসিন্দা ওই শ্রমিকের নাম রাজু তালুকদার। এই মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যে তার মৃতদেহ গ্রামের বাড়িতে ফেরানোর কাজ শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে বিশাখাপত্তনমের রাম ভ্যালিতে সেন্টারিংয়ের কাজে যায় বছর ৩৭-এর রাজু তালুকদার। তাঁর সঙ্গে কাজে যায় ভাই মনোজ তালুকদার। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের রাম ভ্যালিতে ২৯ আগস্ট স্থানীয় এক শ্রমিকের মোবাইল চুরি হয়ে যায়। রাতে সন্দেহের বশে বেশ কয়েকজন দাদা ভাইয়ের ঘরে ঢুকে মারধর করে। রাজুর মাথায়,পেটে গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমি চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এর ঠিক এক সপ্তাহ পর রাজু’র পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যেই রাজুর বাড়ির লোকজন তাকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করবেন ঠিক করেন। কিন্ত বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় তার।
রাজুর মৃত্যুর খবর তেহট্টর বেতাই মাঠপাড়ার বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন রাজুর স্ত্রী সহ গোটা পরিবার। গ্রামে নেমেছে শোকের ছায়া। মৃতের ভাই মনোজ তালুকদার বলেন, দাদাকে বাড়িতে চিকিৎসা করাব ভেবে ছিলাম। কিন্ত ওরা এমন ভাবে মারধর করে যে পেটে ইনফেকশন হয়ে যায়। তাতেই ওর মৃত্যু হয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us