/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/MT-Bramha.jpg)
ব্রহ্মা পর্বতের শীর্ষে বাঙালি পর্বতারোহীদের দল। ছবি: মীনা মণ্ডল।
সফলভাবে ব্রহ্মা ১ (৬৪১৬ মিটার) শৃঙ্গ অভিযান শেষ করেছেন একদল বাঙালি পর্বতারোহী। কাশ্মীরের কিস্তওয়ারড় জেলার বিপজ্জনক এই শৃঙ্গ অভিযানে সফল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের একদল পর্বতারোহী। বেনজির এই সাফল্যে রাজ্যের পর্বতারোহীদের মধ্যে চর্চা বাড়ছে।
এর আগে প্রথমবারের মতো ১৯৭৩ সালে ইংল্যান্ডের ক্রিস বনিংটন বহ্মা ১ শৃঙ্গ অভিযান করেছিলেন। তারপর থেকে একাধিকবার ব্রহ্মা ১ শৃঙ্গ অভিযান ব্যর্থ হয়েছে। ১৯৭৮ সালে ইংল্যান্ডের পর্বতারোহীদের একটি দল ব্রহ্মা ১ শৃঙ্গ অভিযানে অংশ নিয়েছিলেন। তারপর ১৯৭৯ সালে জাপানের একটি দল কঠিন এই অভিযানে অংশ নেয়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/MT-BRAMMA.jpg)
আরও পড়ুন- ‘বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি!’, বাম-কংগ্রেসকে তুলোধনা শুভেন্দুর
কাশ্মীরের বিপজ্জনক এই ব্রহ্মা ১ শৃঙ্গ অভিযানের প্রথমবারের সফলতার ৫০ বছর পূর্তি উপলক্ষেই ছিল এবারের এই অভিযান। সোনারপুরের পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদারের নেতৃত্বে ১৫ জনের একটি দল রওনা দিয়েছিল কঠিন এই অভিযানের উদ্দেশে। দুটি দলে ভাগ হয়ে তাঁরা এই অভিযানে অংশ নিয়েছিলেন।
প্রথম দলটি গিয়েছিল গত ২৭ জুন। দ্বিতীয় দলটি যায় ৩০ জুন। জানা গিয়েছে, গতকাল রাত ১১টা নাগাদ ৫ জন শেরপা ও ৯ জনের দল সামিটের উদ্দেশে রওনা দেয়। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ ব্রহ্মা ১ শৃঙ্গের আশেপাশে সামিট করেছেন তাঁরা।