Kolkata Signboard Rules: কলকাতায় সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে অন্যান্য ভাষার সঙ্গে রাখতে হবে বাংলাও। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (কেএমসি) ঘোষণা করেছে যে তিলোত্তমার সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ২০২৫ সালের ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যাতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি সাইনবোর্ডে অন্যান্য ভাষার সাথে বাংলাকেও অন্তর্ভুক্ত করতে পারে।
মিউনিসিপ্যাল সেক্রেটারি স্বপন কুন্ডু জানান, কলকাতা কর্পোরেশন ইতিমধ্যেই দোকান, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে যাতে সাইনবোর্ডে বাংলার ব্যবহার সুনিশ্চিত করা যায়। অক্টোবরে, টিএমসি কাউন্সিলর বিশ্বরূপ দে কেএমসি অধিবেশনে প্রস্তাব করেন যে সকল সরকারি ও বেসরকারি সাইনবোর্ডে বাংলার ব্যবহার থাকা উচিত এবং পৌর কর্পোরেশনের সকল বিজ্ঞপ্তি, চিঠি ও নথিও বাংলায় প্রকাশ করা উচিত।
৩ অক্টোবর কেন্দ্রীয় সরকার বাংলাকে একটি 'শাস্ত্রীয় ভাষার' মর্যাদা দেওয়ার পর, বিশ্বরূপ দে এই প্রস্তাব করেছিলেন। মেয়র ফিরহাদ হাকিমও এই উদ্যোগকে সমর্থন করেছেন এবং বেসরকারি বিজ্ঞাপন সংস্থা ও দোকানগুলিকে সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য ২০০৭ সালে অনুরূপ পদক্ষেপ নেওয়া হলেও, তা কার্যকর হয়নি। এবার নতুন উদ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে শহর কলকাতায় সকল সাইনবোর্ডে বাংলার ব্যবহার সুনিশ্চিত করা যায়।