Advertisment

Bangladesh Unrest: ওপার বাংলায় আক্রান্ত হিন্দুরা, ভিসা বন্ধ ভারতের, সীমান্ত পেরিয়ে ভারতে আসার হিড়িক বাংলাদেশিদের

Bangladesh Unrest: বাংলাদেশে বেছে বেছে হিন্দু মহল্লায় লাগাতার চলছে হামলা। দিকে দিকে মন্দিরে চলছে ভাঙচুর। সংখ্যালঘুরা প্রাণভয়ে সিঁটিয়ে আছেন পড়শি দেশে।

author-image
Joyprakash Das
আপডেট করা হয়েছে
New Update
Bangladesh Unrest, attacks on hindus, petrapole,ISKCON, Chinmoy krishna Das,petrapole,বাংলাদেশ,হিন্দুদের উপর আক্রমণ,পেট্রাপোল,ইসকন

Bangladesh Unrest: পেট্রাপোলে ভারত-বাংলাদেশ সীমান্তে জওয়ানরা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

Bangladesh Unrest: অশান্তির আগুন জ্বলছে বাংলাদেশে (Bangladesh)। ওপার বাংলার দিকে-দিকে আক্রান্ত হচ্ছে হিন্দুরা। বেছে-বেছে হিন্দু পাড়ায় চলছে আক্রমণ, হামলা। নির্বিচারে ভাঙচুর আগুন লাগানো হচ্ছে মন্দিরে-মন্দিরে। এই পরিস্থিতিতে বাংলাদেশিদের ভারতে আসার ভিসার মেয়াদ বাড়ানো বন্ধ করে দিয়েছে মোদী সরকার। তবে এই পরিস্থিতিতেও সোমবার পেট্রাপোল সীমান্তে গিয়ে দেখা গেল বাংলাদেশ থেকে অনেকেই ঢুকছেন ভারতে।

Advertisment

শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর থেকে বাংলাদেশে অবর্ণনীয় অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে সনাতনীদের। দিকে দিকে হামলা হচ্ছে হিন্দুদের ওপর। বাংলাদেশের সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই পরিস্থিতিতে ভারতে আসার ক্ষেত্রে ভিসার মেয়াদ বাড়াচ্ছে না ভারত সরকার। বছরভর বাংলাদেশ থেকে কাতারে-কাতারে মানুষ ভারতে আসেন। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার সীমান্ত দিয়ে বহু বাংলাদেশি বছরভর ভারতে ঢোকেন। তবে সাম্প্রতিক পরিস্থিতির জেরে সেসব এখন বিশবাঁও জলে।

তবে সোমবারেও পেট্রাপোল সীমান্তে গিয়ে দেখা গেল অনেক বাংলাদেশি সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছেন। ভারত সরকার নতুন করে ভিসার মেয়াদ না বাড়ানোই যাঁর যতদিন পর্যন্ত ভিসার মেয়াদ রয়েছে তার মধ্যেই তাঁরা ঘুরে নিতে চান ভারত। সোমবার বাংলাদেশ থেকে ভারতে এসেছেন আব্দুল সামাদ গনি। ওপার বাংলার পরিস্থিতি নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, "জাতীয় পতাকায় পা দেওয়াটা ঠিক হয়নি। আমি আজই এলাম বাংলাদেশ থেকে। কলকাতা আমার খুব পছন্দের শহর। আমি মাঝেমধ্যেই কলকাতায় আসি।" তবে সে দেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে সেকথা বিশেষভাবে মানতে চাননি তিনি।

আরও পড়ুন- West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন অয়ন শীলের, জেলমুক্তি এখনই নয়

আরও পড়ুন- Medical College Examinations: লাইভ স্ট্রিমিং থেকে মেটাল ডিরেক্টর! ডাক্তারি পরীক্ষায় অনিয়ম রুখতে বেনজির পদক্ষেপ

বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা রিনা রানী সেন আজই সে দেশ থেকে ভারতে এসেছেন। ওপার বাংলায় সংখ্যালঘুদের পরিস্থিতি এখন ঠিক কেমন? এ প্রশ্নের উত্তরে তিনি বললেন, "মন্দির ভাঙছে, আমরা খুব ভয়ে আছি। কী হবে কিছু জানি না। কখন হামলা করবে কে জানে। ধর্মীয় অনুষ্ঠান করতে ভয় পাচ্ছি।"

আরও পড়ুন- Mamata Banerjee wants UN Force in Bangladesh: 'আমাদের লোকজনকে ফেরাতে চাই, একবেলা রুটি ভাগ করে খাব', বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের পাশে মুখ্যমন্ত্রী

একইভাবে যশোরের স্বর্ণালী বিশ্বাস এবং তাঁর স্বামী শাকিল আহমেদ আজই পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন। তাঁরা যাচ্ছেন কলকাতায় বেড়াতে। দম্পতির কথায়, "আমরা চাই দুই দেশের মধ্যে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক। আবার আগের অবস্থায় ফিরুক সম্পর্ক। সাত দিনের জন্য কলকাতায় যাচ্ছি আমরা। সেখানে গিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল-সহ অন্যান্য জায়গা ঘুরে বেড়াবে। দ্রুত সুসম্পর্ক ফিরে আসুক। তা না হলে তো দুই দেশেরই ক্ষতি।"

আরও পড়ুন- Partha Chatterjee: আজও শিকে ছিঁড়ল না পার্থর, জামিন মামলার শুনানিতে আইনজীবীদের দুষল সুপ্রিম কোর্ট

বাংলাদেশের নড়াইলের বাসিন্দা স্বর্বেন্দু ঢালী। তিনি এপারে এসেছিলেন মেয়ে-জামাইয়ের সঙ্গে দেখা করতে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি বিশেষ কিছু না বললেও দেশে ফেরার পথে তাঁর চোখে-মুখেও আতঙ্কের ছাপ স্পষ্ট।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি মুসলিম ভদ্রলোক আজই পেট্রাপোল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকলেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনিও অত্যন্ত উদ্বেগে রয়েছেন। তাঁর কথায়, "সত্যিই আমরা অশান্তিতে আছি। এই অশান্তি মহাম্মদ ইউনুসের সরকারকেই বন্ধ করতে হবে।"

আরও পড়ুন- Purba Bardhaman News: ছিনতাইয়ের গল্প ফেঁদেও হল না শেষ রক্ষা! মালিককে ঠকিয়ে শ্রীঘরে কর্মচারী

উল্লেখ্য, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জেরে নতুন করে ভিসার মেয়াদ বাড়াচ্ছে না ভারত সরকার। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কেও এর প্রভাব স্পষ্ট। বাংলাদেশের লোকজন সেভাবে আর আসছেন না ভারতে। তবে এখনও যাঁদের ভিসার মেয়াদ আর দিন সাতেক কিংবা দিন পাঁচেক রয়ে গিয়েছে মূলত তাঁরাই এখন আসছেন ওপার বাংলা থেকে এপারে।

Attacks on Hindus Bangladesh petrapole
Advertisment