/indian-express-bangla/media/media_files/2025/01/25/GINwJzia7TcFkocAD6kl.jpg)
Places to Visit in West Bengal in January & february 2025: কলকাতার কাছেই অপূর্ব এই প্রান্ত থেকে ঘুরে আসুন।
Top West Bengal's Tourist Places to Visit in January & february: পুরোদমে চলছে বেড়ানোর মরশুম। শীতের মিঠে রোদ গায়ে মেখে অনেকেই পাড়ি জমিয়েছেন দূরে কোথাও। আবার কেউ কেউ কাছেপিঠের মনোরম কিছু জায়গার হালহদিশ চাইছেন। জানুয়ারির শেষে শীতের পরশ ভালোমতো রয়েছে। মনোরম এই আবহাওয়ায় ঘুরে আসতেই পারেন কলকাতা থেকে কাছেই দারুণ সব জায়গা থেকে। এই জানুয়ারি শেষ দিকে কিংবা ফেব্রুয়ারির শুরুতে বেড়াতে যাওয়ার জন্য ফাটাফাটি কয়েকটি জায়গার হদিশ মিলবে বিশেষ এই প্রতিবেদনে।
গনগনি
বর্তমানে বাংলার এই প্রান্ত দারুণ জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। কলকাতা থেকে এই এলাকার দূরত্ব মাত্র কয়েক ঘণ্টার। শিলাবতী নদীর তীরে অবস্থিত এই গনগনি বাংলার 'গ্র্যান্ড ক্যানিয়ন' নামে পরিচিত। প্রকৃতির একেবারে কোলে অপূর্ব পরিবেশে কাটিয়ে যান দিনকয়েক। হাওড়া, শালিমার কিংবা সাঁতরাগাছি থেকে ট্রেনে গড়বেতা স্টেশনে পৌঁছে যান। সেখান থেকে অন্য গাড়িতে গনগনি যাওয়া যাবে। সড়কপথে গেলে হাওড়া কিংবা ধর্মতলা থেকে গনগনি যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। থাকার জন্য এখানে বেশ কয়েকটি রিসর্ট তৈরি হয়েছে।
চুপির চর
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চুপির চর এই শীতে বেড়ানোর ফাটাফাটি একটি ডেস্টিনেশন। দৈনন্দিন ব্যস্ততা থেকে ভরপুর অবসর উপভোগ করতে হলে আপনি ছুটে যেতে পারেন এই প্রান্তে। ছোট্ট নৌকায় চেপে পরিযায়ী পাখিদের ভিড়ে মিশে যান। এই তল্লাটের অপূর্ব শোভা মন্ত্রমুগ্ধকর এক অভিজ্ঞতা এনে দেবে। হাওড়া কিংবা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে আড়াই ঘণ্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন পূর্বস্থলী স্টেশন। সেখান থেকে টোটো ভাড়া করে চুপির চরে চলে যান। এছাড়াও কলকাতা থেকে নবদ্বীপ কিংবা মায়াপুর যাওয়ার বাস ধরুন। সেখান থেকে পূর্বস্থলী পৌঁছানো যায়।
শান্তিনিকেতন
এই শীতের পরশ গায়ে মেখে বেড়িয়ে আসুন শান্তিনিকেতন থেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ টাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন এই সীতে হতেই পারে আপনার ডেস্টিনেশন। এখানকার শান্ত-কোলাহলমুক্ত পরিবেশ মনে শান্তি এনে দেবে। সেই সঙ্গে কোপাইয়ের ধারে বেড়ানো আর সোনাঝুড়ির হাট ঘুরে দেখার ষোলোআনা সুযোগ মিলবে।
সুন্দরবন
শীতে বেড়ানোর অন্যতম সেরা ডেস্টিনেশন সুন্দরবন। গভীর ম্যানগ্রোভের নিস্তব্ধতা একেবারে কাছ থেকে চাক্ষুস করতে হলে ঘুরে আসুন সুন্দরবন থেকে। বছরের এই সময়টায় দক্ষিণরায় প্রায়শই দর্শন দেন। অনেক সময় শীতে রোদ পোহাতে বাঘেরা আসে নদীর চরে। সুন্দরবন বেড়ানোর আদর্শ সময় হল এই শীতকাল। সুন্দরবন বেড়ানোর জন্য এখনও একাধিক ট্রাভেল সংস্থা দারুণ সব প্যাকেজ এনেছে। সোশ্যাল মিডিয়া ঘেঁটে সেখান থেকেও কোনও একটি প্যাকেজ আপনি বেছে নিতে পারেন। অথবা চাইলে নিজে থেকেও সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন।
তাজপুর
সমুদ্র যাঁরা ভালোবাসেন তাঁরা এই সময় বেড়াতে যেতে পারেন তাজপুরে। দিঘার তুলনায় এখানে পর্যটকদের আনাগোনা খানিকটা কম থাকে। তাই নিরিবিলিতে দিন কয়েকের সোনালী অবসর কাটাতে গেলে কলকাতা থেকে ১৭৫ কিলোমিটার দূরত্বের এই সমুদ্র পাড় আপনার পছন্দের ডেস্টিনেশন হতে পারে। এখানকার বিস্তৃত সি-বিচে লাল কাঁকড়ার সমাহার মন কাড়বেই।