Top West Bengal's Tourist Places to Visit in January: পুরোদমে চলছে পর্যটনের ভরা মরশুম। ঠিক এই সময়ে লম্বা ছুটি নিয়ে অনেকেই গিয়েছেন দূরে কোথাও। তবে কেউ কেউ আবার কাছেপিঠেই নজরকাড়া সব পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমিয়েছেন। জানুয়ারি মাস পড়ে গিয়েছে। শীতের জমাটি মেজাজ এখন বাংলা-জুড়ে। এই শীতের মিঠে রোদ্দুর গায়ে মেখে অপূর্ব কয়েকটি টুরিস্ট ডেস্টিনেশনে আপনিও চাইলে ঘুরে আসতেই পারেন। বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা চিত্তাকর্ষক একের পর এক সব পর্যটন কেন্দ্র আপনাকে দু'হাত তুলে স্বাগত জানাচ্ছে। বিশেষ এই প্রতিবেদনে শীতে বেড়ানোর এরাজ্যের নজরকাড়া ৫টি ট্যুরিস্ট স্পটের হদিশ মিলবে।
অল্প কয়েকদিনের ছুটিতে যাঁরা মন্ত্রমুগ্ধকর কয়েকটি পর্যটন কেন্দ্রের হদিশ চাইছেন তাঁদের জন্যই বিশেষ এই প্রতিবেদন। এই রাজ্যের বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফাটাফাটি সব পর্যটন কেন্দ্র। তাদের মধ্যে থেকেই জানুয়ারি মাসে বেড়ানোর জন্য 'সেরার সেরা' ৫টি ট্যুরিস্ট স্পটের ব্যাপারে বিশদে আলোচনা করা হল এই প্রতিবেদনে।
হেনরি আইল্যান্ড
জানুয়ারির জমাটি শীতের দারুণ আবহাওয়া উপভোগ করতে চাইলে পশ্চিমবঙ্গের এই এলাকার জুড়ি মেলা ভার। আপাত শান্ত-নিরিবিলি এই প্রান্ত এক কথায় অসাধারণ। মোটের উপর দিন কয়েকের অবসর কাটাতে এই জায়গার জুড়ি মেলা ভার। কলকাতা থেকে মেরেকেটে ১৩০ কিলোমিটার দূরে রয়েছে এই হেনরি আইল্যান্ড (Henry Island)। কলকাতার দিক থেকে ট্রেনে যেতে চাইলে সোজা আপনাকে পৌঁছে যেতে হবে শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা স্টেশনে। সেখান থেকে সড়কপথে পৌঁছে যেতে পারবেন হেনরি আইল্যান্ডে।
আরও পড়ুন- West Bengal News Live: গলায় নেই রেডিও কলার, রয়্যাল আতঙ্কে সন্ধে নামলেই ঘরবন্দি, ভয়ে কাঁটা বাসিন্দারা
বাঁকিপুট
শহুরে কোলাহল এড়িয়ে দিন কয়েকের জমাটি অবসর জীবন উপভোগ করতে চাইলে রাজ্যের এই সমুদ্র সৈকত সত্যিই আপনাকে দারুণ এক ভ্রমণ অভিজ্ঞতা এনে দেবে। এখানে দিঘা (Digha), মন্দারমণি (Mandarmoni) কিংবা তাজপুর-শংকরপুরের মতো ভিড় হয়তো পাবেন না, কিন্তু যা পাবেন তা আপনার স্মৃতির পাতায় বহুদিন পর্যন্ত সোনালী হরফে লেখা হয়ে থাকবে। নিরিবিলি শান্ত বাঁকিপুটের (Bankiput) এই সমুদ্রতটের অসাধারণ পরিবেশ আপনার মনকে মুগ্ধ করে দেবে। কলকাতার দিক থেকে দিঘাগামী যে কোনও বাস ধরে নেমে পড়ুন কাঁথিতে। কাঁথি বাসস্ট্যান্ড থেকে বাঁকিপুট যাওয়ার জন্য অন্য গাড়ি পেয়ে যাবেন। ট্রেনে গেলেও দিঘায় নেমে সেখান থেকে বাঁকিপুট যেতে পারেন অন্য গাড়ি ধরে।
আরও পড়ুন- Dev: তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে 'পাগলু' গান, ১৪ বছর পর দেব বললেন 'ভুল হয়েছিল'...
বড়ন্তি
লাল পাহাড়ির দেশে পাড়ি জমাতে চাইলে বাংলার এতল্লাট একেবারে পারফেক্ট চয়েজ। নিরিবিলি-নিভৃতে ছুটি কাটানোর আদর্শ ঠিকানা পুরুলিয়ার (Purulia) বড়ন্তি (Baranti)। শাল, শিমুল, পলাশ, পিয়াল সেগুন ঘেরা এই পাহাড়ি এলাকা এককথায় অসাধারণ।
কালিম্পং
দার্জিলিং-এর কোলাহল এড়িয়ে শান্ত স্নিগ্ধ পরিবেশে যাঁরা দিন কয়েক কাটাতে চান তাঁদের জন্য আদর্শ ডেস্টিনেশন হল কালিম্পং (Kalimpong)। কালিম্পং পাহাড়ে এমন বেশ কিছু জায়গা আছে যা সত্যিই অসাধারণ। প্রকৃতি যেন নিজের হাতে ঢেলে সাজিয়েছে অপূর্ব এই তল্লাটকে। তাই কোলাহল এড়িয়ে একেবারে নিখাদ-নির্ভেজাল দিন কয়েকের অবসর কাটাতে হলে এই জায়গার জুড়ি নেই।
আরও পড়ুন- India-Bangladesh Border: ঘন কুয়াশার সুযোগে বাংলাদেশী অনুপ্রবেশ? রাজ্যের কাঁটাতারহীন এই সীমান্তে উদ্বেগ চরমে!
মুর্শিদাবাদ
এই শীতে আরও একটি দারুণ ডেস্টিনেশন হল মুর্শিদাবাদ (Murshidabad)। এই জেলার পরতে পরতে লুকিয়ে ইতিহাস। দিন কয়েকের ছুটিতে বাংলার ইতিহাস ছুঁয়ে দেখতে চাইলে ঘুরে আসতেই পারেন মুর্শিদাবাদ থেকে। হাজারদুয়ারি প্রাসাদ থেকে শুরু করে ইমামবারা, কাটরা মসজিদ, খোশবাগ কবরস্থান, মতিঝিল পার্ক, নসিপুর রাজবাড়ি, কাঠগোলা প্রাসাদ-সহ একাধিক ঐতিহাসিক জায়গা খুব কাছ থেকে দেখার সুযোগ হতে পারে আপনার।