Advertisment

Offbeat Destination: মায়াবী এপ্রান্তের হৃদয় জুড়নো পরিবেশে প্রাণের স্বস্তি! অপরূপ এই নদীপাড় কলকাতার কাছেই

Weekend Trip: কলকাতা থেকে খুব কাছেই অসাধারণ এই এলাকায় একবার গেলে ফিরতে আর মনই চাইবে না। গত কয়েক বছরে অসাধারণ এই এলাকা জনপ্রিয় হচ্ছে। অনেকেই সপ্তাহান্তে একবার ঢুঁ মেরে আসছেন এই নদীপাড় থেকে। এই এলাকার অপরূপ প্রাকৃতিক শোভা মনকে মুহূর্তে রিফ্রেশ করে দেয়। কর্মব্যস্ত জীবন থেকে ক্ষণিকের স্বস্তি নিতে ঝটিকা সফরে বেরিয়ে আসুন প্রকৃতির কোল থেকে। এখানকার মায়াবী শান্ত পরিবেশ হৃদয় জুড়োবে।

author-image
Nilotpal Sil
New Update
best Weekend trip offbeat destination south parganas kulpi near kolkata

Travel: এই এলাকার অসাধারণ পরিবেশ মন-প্রাণ জুড়িয়ে দেবে।

Travel: বেড়াতে যেতে মন চায় না এমন বাঙালির হদিশ পাওয়া দুরুহ ব্যাপার। ফি উইকেন্ডে (Weekend) ছোট ট্রিপ করার ব্যাপারে অনেকেই আগ্রহ দেখান। ভ্রমণপ্রিয় বাঙালির সেই অংশের জন্যই আমাদের এই বিশেষ প্রতিবেদন। কলকাতা (Kolkata) থেকে খুব কাছে নজরকাড়া একটি অফবিট ডেস্টিনেশনের (Offbeat Dstination) হদিশ মিলবে এই প্রতিবেদনে। একবার যেখানে গেলে প্রকৃতির প্রেমে পড়ে যাবেনই। মন চাইবেই না ফিরতে।

Advertisment

কলকাতার খুব কাছের এই জায়গা হল কুলপি (Kulpi)। দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার অনিন্দ্যসুন্দর এই প্রান্ত বরাবরই আকর্ষণীয়। কুলপির অপরূপ নদীপাড় মনকে অদ্ভুত এক স্বস্তি দেয়। কলকাতা থেকে এই এলাকার দূরত্ব সড়কপথে মেরেকেটে ৫১ কিলোমিটারের মতো। সড়কপথে গেলে মোটামুটি ঘন্টা আড়াইয়ের মধ্যেই পৌঁছে যাবেন অপরূপ এই তল্লাটে।

আরও পড়ুন- Travel: মন জুড়িয়ে হৃদয় রাঙাবে অপরূপ এই সমুদ্র সৈকত! কলকাতার কাছেই এপ্রান্তের খোঁজ জানতেন?

প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে অসাধারণ এই এলাকাকে। এখানকার ছোট্ট সফর বহুদিন পর্যন্ত আপনার স্মৃতির পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে। অসাধারণ এই নদীর তীরে মন পাবে আরাম প্রাণ পাবে স্বস্তি। উইকেন্ড ট্রিপে (Weekend Trip) এর চেয়ে ভালো ডেস্টিনেশন এর খোঁজ মেলা বেশ কঠিন।

আরও পড়ুন- শান্ত-নিরিবিলি অপূর্ব এক সমুদ্রতট, মনের ক্লান্তি কাটাতে এজায়গার জুড়ি মেলা ভার!

কীভাবে যাবেন কুলপিতে?

কলকাতার দিক থেকে ট্রেনে গেলে আপনাকে পৌঁছে যেতে হবে শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখার প্ল্যাটফর্মে। সেখান থেকে নামখানা (Namkhana) কিংবা কাকদ্বীপগামী (Kakdwip) যে কোনও লোকাল ট্রেন (Local Train) ধরে নিন। এই ট্রেনই আপনাকে পৌঁছে দেবে কুলপি স্টেশনে। সেখান থেকে টোটো অথবা অটো কিংবা মোটরভ্যান ভাড়া করে নিয়ে আপনি পৌঁছে যান কুলপি মোড়ে। এখান থেকে কুলপি নদীর (Kulpi River) ধারে পায়ে হেঁটে মাত্র কিছুক্ষণ। কিংবা টোটোতেও যেতে পারেন।

আরও পড়ুন- Travel: কলকাতা থেকে সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন, শান্ত-স্নিগ্ধ অপরূপ এই নদীপাড় হৃদয় রাঙাবে

কুলপিতে থাকবেন কোথায়?

কুলপিতে (Kulpi) থাকার জন্য সেভাবে হোটেল কিংবা লজ না পেলেও কাছেই রয়েছে ডায়মন্ড হারবার (Diamond Harbour)। ডায়মন্ড হারবার থেকে কুলপির দূরত্ব সড়কপথে গেলে মিনিট ২৫-এর মতো। এই ডায়মন্ড হারবারেই থাকার জন্য একাধিক ছোট-বড় হোটেল (Hotels) রিসর্ট (Ressort) পেয়ে যাবেন। বাজেট অনুযায়ী ঘর পাবেন। থাকার হলে কুলপির নদীপাড় ঘুরে গিয়ে রাত্রিবাস করতে পারেন ডায়মন্ড হারবারে। তবে কুলপিতে খাওয়া-দাওয়া করার একাধিক হোটেল পেয়ে যাবেন।

আরও পড়ুন- কলকাতার কাছেই সেরার সেরা ৫ পিকনিক স্পট, দেদার মজায় জমিয়ে সারুন চড়ুইভাতি!

ডায়মন্ড হারবারে কয়েকটি হোটেলের ফোন নম্বর-

ড্রিমল্যান্ড হোটেল- 07947119125

হোটেল পিয়াসী- 07942694906

পুণ্যলক্ষী হোটেল- 07942695050

Weekend Trip Kulpi West Bengal travel
Advertisment