BGBS 2025 Investment: লক্ষ্মীবারে আরও লক্ষ্মীলাভ বাংলার, BGBS থেকে কত লগ্নি এল, টাকার অঙ্ক জানিয়ে দিলেন মমতা

BGBS 2025 Investment: বৃহস্পতিবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন ছিল। লক্ষ্মীবারে আরও লক্ষ্মীলাভ হল বাংলার। মুখ্যমন্ত্রী এদিন মঞ্চ থেকে ঘোষণা করেন, অষ্টম BGBS দারুণ সাফল্য পেয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
BGBS 2025 Investment: বাণিজ্য সম্মেলনে মোট ৪ লক্ষ ৪৪ হাজার ৫৯৫ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী

BGBS 2025 Investment: বাণিজ্য সম্মেলনে মোট ৪ লক্ষ ৪৪ হাজার ৫৯৫ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্সপ্রেস ফটো- পার্থ পাল Photograph: (Indian Express)

BGBS 2025 Investment: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকে চওড়া হাসি ছিল। কারণ, প্রথম দিনের সম্মেলনের শেষে রাজ্য ৯১ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছিল। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র প্রথম দিনের সম্মেলনের শেষে এই বিপুল বিনিয়োগের বিষয়ে নিশ্চিত করেন। 

Advertisment

বৃহস্পতিবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন ছিল। লক্ষ্মীবারে আরও লক্ষ্মীলাভ হল বাংলার। মুখ্যমন্ত্রী এদিন মঞ্চ থেকে ঘোষণা করেন, অষ্টম BGBS দারুণ সাফল্য পেয়েছে। এবার মোট ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। আগের সাতটি বাণিজ্য সম্মেলন থেকে ৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে রাজ্যে।

মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের ১.৭২ কোটি মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছেন। পাশাপাশি অশোকনগরে ৫০ একর জমি ওএনজিসি-কে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি জানি সবাই একটাই কথা জানার অপেক্ষায় রয়েছেন। তা হল, কত কোটি টাকার লগ্নি প্রস্তাব এল। সাংবাদিকরা তা শুনতেই এখানে বসে আছেন।' 

আরও পড়ুন বাণিজ্য সম্মেলনের 'লাভ' স্পষ্ট করলেন মমতা, বিরোধীদের লাগাতার আক্রমণের জবাব মুখ্যমন্ত্রীর

Advertisment

তিনি বলেন, 'বাণিজ্য সম্মেলনের প্রথম দিন অর্থাৎ গতকাল শিল্পপতিরা যেসব অঙ্গীকার করছেন হিসেবে ধরছি না। মুকেশ আম্বানি নিজেই বলেছেন এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবেন। মুকেশজি এবং সজন জিন্দালের সঙ্গে পৃথকভাবে আমার কথা হয়েছে। সজ্জন জিন্দাল আরও একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কথা জানিয়েছেন। অন্ডাল বিমানবন্দরের ডেভেলপমেন্ট প্রজেক্টের তাদের আগ্রহ রয়েছে।' 

গত সাতটি বাণিজ্য সম্মেলনে মোট ১৯.৫ লক্ষ্য কোটি টাকা লগ্নি প্রস্তাব এসেছে বলে জানান মমতা। ১৩ লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে। আরও ৬ লক্ষ কোটি টাকা বিনিয়োগে প্রক্রিয়া চলছে। বাণিজ্য সম্মেলনে মোট ৪ লক্ষ ৪৪ হাজার ৫৯৫ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এবারের বাণিজ্য সম্মেলনে মোট ২১২টি মৌ স্বাক্ষর হয়েছে। ৫ হাজার লগ্নিকারী এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। সামিল হয়েছিলেন কুড়িটি দেশে প্রতিনিধি>

Mamata Banerjee West Bengal West Bengal News Investment Bengal Global Business Summit west bengal latest news BGBS 2025