Bengal Global Business Summit 2025: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS 2025) মঞ্চ থেকে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাণিজ্য সম্মেলন করার উদ্দেশ্য এদিন স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল-সহ অন্যান্য শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিরোধীদের জবাব মমতার
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে প্রায়শই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদের টিপ্পনি শুনতে হয়। বিরোধীদের অভিযোগ, বহু ঢাকঢোল পিটিয়ে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হলেও আদতে বাংলায় লগ্নি আসে না। এদিন বিরোধীদের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "অনেকেই বলেন বাণিজ্য সম্মেলন করে কী লাভ? অথচ আমাদের দেখেই বাকিরা বাণিজ্য সম্মেলন করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্যই এই বাণিজ্য সম্মেলন। কে কী বলল তার জবাব দেব না। আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ।"
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, "আগে বাংলায় ধর্মঘট হতো। কর্মদিবস নষ্ট হতো। বাংলায় এখন ধর্মঘটের সংস্কৃতি নেই।" এক ঝাঁক তাবড় শিল্পপতিদের সামনে এদিন বাংলার একাধিক জনপ্রিয় প্রকল্প সম্পর্কেও নানা কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে শিল্পের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটি তৈরির ঘোষণাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ এই কমিটি দ্রুত শিল্প স্থাপনের ব্যাপারে যাবতীয় তৎপরতা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- West Bengal News Live: 'বাংলায় শিল্পের ভবিষ্যৎ উজ্বল', বিপুল লগ্নির আশ্বাস মুকেশ আম্বানির
এরই পাশাপাশি বীরভূমের দেউচা পচামিতে কয়লা উত্তোলন নিয়েও নয়া ঘোষণা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, "বৃহস্পতিবার থেকেই দেউচা পচামিতে কয়লা উত্তোলন করা যেতে পারে। সমস্ত পরিকাঠামো তৈরি রয়েছে। জমিদাতাদের পরিবারের সকলের চাকরি হবে। ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণরূপে তৈরি রয়েছে।"
আরও পড়ুন- Shatrughan Sinha: 'গরুর মাংসের সঙ্গেই দেশে সব আমিষ পদ নিষিদ্ধ হোক', দাবি তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার