Advertisment

BGBS 2025: বিধানসভা নির্বাচনের আগে বিনিয়োগ টানতে মরিয়া মমতা, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে থাকছে বড় চমক

BGBS 2025: বিধান সভা নির্বাচনের আগে শিল্প বিরোধী তকমাটা চিরতরে মুছে ফেলতে মরিয়া মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যে আগামী মাসে আয়োজিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে পাখির চোখ করছেন মমতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Jharkhand CM and king of Bhutan will be the chief guests of the BGBS 2025

বিধানসভা নির্বাচনের আগে বিনিয়োগ টানতে মরিয়া মমতা, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে থাকছে বড় চমক Photograph: (ফাইল ছবি)

BGBS 2025: বিধান সভা নির্বাচনের আগে শিল্প বিরোধী তকমাটা চিরতরে মুছে ফেলতে মরিয়া মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যে আগামী মাসে আয়োজিত বিশ্ব বঙ্গ  বাণিজ্য সম্মেলনকে পাখির চোখ করছেন মমতা।  রাজ্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ২২টি দেশের প্রতিনিধিরা এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকতে পারেন। বিধান সভা নির্বাচনের আগে বিনিয়োগের লক্ষ্যে একাধিক মউ স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে।  

Advertisment

আগামী মাসেই রাজ্যে বসতে চলেছে শিল্প সম্মেলনের আসর। সেই সম্মেলনে যোগ দেবেন দেশ-বিদেশের তাবড় শিল্পপতি থেকে শুরু করে বণিক মহিলের প্রতিনিধিরা। নবান্ন সূত্রে খবর, এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পাশাপাশি এই সম্মেলনের বিশেষ অথিতি হিসাবে হাজির থাকতে পারেন  ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক।

আগামী বছরই বিধানসভা নির্বাচন। তার আগে এই শিল্প সম্মেলন থেকে রাজ্যের জন্য বেশ কিছু বড় বিনিয়োগ টানতে বেশ কিছু ঘোষণা করতে পারেন মমতা। সেই লক্ষ্যে শিল্প সম্মেলনের আগে মন্ত্রী সভার বৈঠক ডাকা হয়েছে। নবান্ন সূত্রে খবর, শিল্প সংক্রান্ত বিষয়ে ছাড়পত্রের প্রয়োজনের কারণেই এই বৈঠক ডাকা হয়েছে। 

Advertisment

১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট। তার আগে প্রথা অনুযায়ী হবে রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য দুপুরে মত্রীসভার বৈঠক হবে, তার আগে শিল্প সম্মেলন শুরুর আগে ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মন্ত্রী সভার বিশেষ বৈঠক।

Chief Minister Mamata
Advertisment