TMC MPs minister attacks Family of RGKar victims: 'ওঁদের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছি না। ওঁরা তো ঠিক করবেন না কে মুখ্যমন্ত্রী থাকবেন বা না থাকবেন না, ওঁদের কথা আমরা অবহেলা করছি। ওঁদের কথা সংবাদ মাধ্যম ছাড়া আর কেউ গুরুত্ব দেয় না'। এভাবেই আরজি করে নির্যাতিতার পরিবারকে আক্রমণ দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
সোমবার হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির শুনানিতে নির্যাতিতার পরিবারের তরফে সঞ্জয়ের ফাঁসির বিরোধিতা করা হয় ৷ নির্যাতিতার পরিবারের তরফে বলা হয়েছে, শিয়ালদা কোর্টের রায় বহাল রেখে বাকি যারা দোষী তাদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাওয়া হোক, যত দ্রুত সম্ভব সকল দোষীদের বিচারের আওতায় আনা হোক। এরপরই নির্যাতিতার পরিবারকে নিশানা করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
"মৃতার পরিবার কী চাইছে? মহিলাদের ধর্ষণ করলে ফাঁসির সাজা হবে না? বিকাশ রঞ্জনের কথা আর মৃতার পরিবার একই সুরে কথা বলছেন"। এভাবেই নির্যাতিতার পরিবারকে আক্রমণ শাসক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'আরজি করে মৃতার পরিবার রাজনীতি করছেন', কুণাল-ফিরহাদের পর এবার আরজি কর কাণ্ডে মৃতার পরিবারকে নিশানা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি কামারহাটির বিধায়ক মদন মিত্রও মৃতার পরিবারের নিশানা করেছেন।
'রাজনীতি করছেন ওঁরা' এক্তিয়ার বহির্ভূত কথা বলছেন, মমতা ওঁনাদের দয়ায় মুখ্যমন্ত্রী হননি। মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় বসেছেন'। কুণাল ঘোষের পর এবার আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারকে এভাবেই নিশানা করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। শিয়ালদা কোর্টের রায়ের কপি হাতে পেয়ে মুখ্যমন্ত্রীর আর ক্ষমতায় থাকায় অধিকার নেই বলে সুর চড়িয়েছেন নির্যাতিতার বাবা। তাঁর এই মন্তব্যের পরই নির্যাতিতার পরিবারকে নিশানা করেন কুণাল ঘোষ।
কুণালের দেখানো পথে হেঁটেই নির্যাতিতার পরিবারকে বেনজির আক্রমণ শাসক সাংসদ-মন্ত্রীর। আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারকে তীব্র আক্রমণ শানিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "এক্তিয়ারের মধ্যে থেকে ন্যায় বিচার চান। আমরা ওনাদের প্রতি সহানুভূতিশীল। যাদের পাল্লায় ওনারা পড়েছেন এবার পলিটিক্স করছেন ওনারা। এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী ওই চেয়ারে বসে আছেন কারণ বাংলার মানুষ চেয়েছেন। আমিও সিবিআই তদন্তে এবং আদালতের রাতে দুঃখিত। তার মানে এই নয় আপনাকে দিয়ে যা বলাবে তাই বলবেন, এর ফলে মানুষের সহানূভুতি নষ্ট হয়ে যাবে"।
আরজি করের নির্যাতিতার পরিবারকে এক্তিয়ার মনে করিয়ে সরব হয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। পালটা মেয়রকে নিশানা করে সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, " সব চক্রান্তের পিছনে রয়েছেন মমতা। আমি বলছি ববি হাকিমের নিজের এক্তিয়ার বোঝা উচিত। যে বাবার ডাক্তারি পাশ মেয়েকে গণধর্ষণ করে হত্যা করা হয়, সরকারের সেই ঘটনাকে চাপা দেওয়ার কোন অধিকার নেই। বাবা-মায়ের মন থেকে যতক্ষণ না কষ্ট যাচ্ছে, ততক্ষণ রাজ্য সরকারের তাদের পাশে থাকা উচিৎ। নাটক নয়, তথ্য যা গোপন করেছেন, তা সামনে আনুন। এখন কেস বেঁচে রয়েছে। আমরা ন্যায় বিচার পাওয়া না পর্যন্ত আমরা মৃতার পরিবারের পাশে আছি”।